
আইএসএলে প্রথম কলকাতা ডার্বি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ। লক্ষ্মীপুজোর দিন, অর্থাৎ ২৮ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল।
ওই একই দিনে আবার কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের ম্য়াচ রয়েছে। আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, "তিনটি ম্যাচ নিয়ে আগেই আমরা জানিয়ে দিয়েছি যে ছুটির সময় ম্যাচ করানো সম্ভব নয়। কারণ সরকারি ছুটিতে থাকবেন বহু আধিকারিক। তাঁরা সারাবছর কাজ করেন এই ছুটির সময় তাঁদের অন্য কাজ থাকতেই পারে, তাঁদেরও পরিবার আছে। আবার পুজোর জন্য অনেকে ব্যস্ত থাকবেন ফলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়"।
এছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা ইস্টবেঙ্গলের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভূবনেশ্বরে।
এবার ইস্টবেঙ্গল যেহেতু শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, তাই এই দুই ম্যাচেই ভালো লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এফসি গোয়ার বিরুদ্ধে লাল-হলুদ বাহিনীকে খেলতে হবে ওড়িশা এফসি-র ঘরের মাঠে এবং ডার্বি খেলতে হবে অন্য কোনও দিন। কবে, তা জানার অপেক্ষায় থাকতে হবে সমর্থকদের।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন