
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে মনে করা হয়েছিল হট ফেভারিট। সেই সেলেকাওদের হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে সৌদি আরবের কাছে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে আলবিসেলেস্তেরা। একইরকম ভাবে ব্রাজিলকেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়েছে ক্রোয়েশিয়া। আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দেশ।
নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। ১২০ মিনিটের ম্যাচে রেফারি দুই দলকে কার্ড দেখিয়েছেন ১৮ টি! দুই দলের মধ্যেই ছিল অদ্ভুত রেষারেষি। তবে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচে এই উত্তেজনা চাননা জলাটকো দালিচ। সাংবাদিক সম্মেলনে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের মাঠের বাইরে এবং ভেতরের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন ক্রোয়েশিয়ার কোচ।
দালিচ বলেন, "আমি আবেগপ্রবণ হয়ে কখনো কারো উপর রাগ করি না। নেদারল্যান্ডস-আর্জেন্টিনার ম্যাচে মাঠের বাইরের বিষয়াদি নিয়ে অনেক রাগারাগি ও বিশৃঙ্খলা হয়েছে। আশা করি এমন কিছু হবে না। সেমিফাইনাল ম্যাচটি আমাদের দুই দলের জন্যই একটি বিশাল বড় ম্যাচ। ফাইনালের টিকিটের জন্য লড়তে যাচ্ছি আমরা।"
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দু'বার দেখা হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার। ১৯৯৮ সালে আর্জেন্টিনা ম্যাচ জিতেছিল ১-০ গোলে। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর্জেন্টিনাকে হারায় ৩-০ গোলে। ওই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি দালিচের সঙ্গে হাত মেলাননি। সে প্রসঙ্গে দালিচ বলেন, "এরকম হয়। আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই।"
আজ লিওনেল মেসি এবং লুকা মড্রিচ দুজনেরই সামনে সুযোগ রয়েছে নিজেদের কেরিয়ারে দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ। শেষ হাসি হাসবেন কোন 'LM 10', তা সময়ই বলবে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন