মার্টিনেজকে মোহনবাগান রত্ন দেওয়ার পরিকল্পনা বাগান কর্তাদের!

ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, আমরা ঠিক করেছি, মোহনবাগান রত্ন-র স্মারক মার্টিনেজকে দেব। সেই রত্ন স্মারকে দিবু লেখা হবে। বাগানের ১০০ বছরের স্ট্যাম্প দেওয়া হবে।
এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজছবি - এমিলিয়ানো মার্টিনেজের ফেসবুক পেজ

শহরে ইতিমধ্যেই চলে এসেছেন কাতার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে যাবেন মার্টিনেজ। আর্জেন্টাইন গোলকিপারকে মোহনবাগান রত্ন দেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান কর্তাদের।

মোহনবাগানের সংবর্ধনায় থাকবে মেগা চমক। ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর স্মারকটি তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন মেসির সতীর্থ। মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প এবং উত্তরীয়।

সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত বলেন , "আমরা অনেক আলোচনা করেছি, কী দেওয়া যায় ওনাকে। যাতে উনি আমাদের দেওয়া উপহার সঙ্গে নিয়ে যেতে পারেন তেমন উপহার দেওয়া হবে। আমরা ঠিক করেছি, মোহনবাগান রত্ন-র স্মারক মার্টিনেজকে দেব। বাগানের ১০০ বছরের স্ট্যাম্প দেওয়া হবে। পাঁচ জন লাইফ মেম্বার হাতে কার্ড তুলে দেবেন তিনি।"

তাহলে এবার ২৯ জুলাইয়ের আগেই মোহনবাগান রত্ন প্রদান করা হবে? যদিও এই বিষয়টি পরিস্কার করে দিয়েছেন বাগান সচিব। দেবাশিসের কথায়, 'মার্টিনেজ কিন্তু মোহনবাগান রত্ন নন। আমরা সেটা ২৯জুলাই প্রদান করব। কে পাবে সেটা কমিটি ঠিক করবে।'

ইতিমধ্যেই কাতার বিশ্বকাপজয়ী গোলকিপারকে দেখার জন্য উন্মাদনা তুঙ্গে। সব টিকিট ইতিমধ্যেই শেষ। প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী ছাড়াও ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকছে সবকিছু সুষ্ঠুভাবে করার জন্য। মাঠে এসে কলকাতা পুলিশ এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ম্যাচের কিক অফ করবেন এমি।

এমিলিয়ানো মার্টিনেজ
ডুরান্ড কাপেই মরসুমের প্রথম ডার্বি! জিততে মরিয়া লাল-হলুদ
এমিলিয়ানো মার্টিনেজ
Durand Cup: ঢাকে কাঠি পড়লো ডুরান্ড কাপের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in