কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অলিম্পিকের রুপো জয়ী তারকা!

People's Reporter: টাটা স্টিল কলকাতা ২৫কে (TSK 25K)-র দশম সংস্করণের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ওয়েলসের অ্যাথেলিট কলিন রে জ্যাকসন।
কলিন রে জ্যাকসন
কলিন রে জ্যাকসনছবি - সংগৃহীত

আগামী ১৭ ডিসেম্বর কলকাতা ম্যারাথন। টাটা স্টিল কলকাতা ২৫কে (TSK 25K)-র দশম সংস্করণের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ওয়েলসের অ্যাথেলিট কলিন রে জ্যাকসন। এই ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি জ্যাকসন।

গুরু দায়িত্ব পাওয়ার পর জ্যাকসন বলেন, "দৌড় এমন এক আন্তর্জাতিক ভাষা যা পুরো কমিউনিটিকে এক সঙ্গে আনতে পারে এবং যে কোনও মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে। এটি একটি সামগ্রিক খেলা যা আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এই খেলা আমাকে জীবনে আরও ভালো হতে সাহায্য করেছে"। কলকাতাবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে জ্যাকসন বলেন, "আসুন, দৌড়ানোকে জীবনের অংশ করে তুলুন"।

১৯৮৬ সালে কমনওয়েলথ গেমসে প্রথমবার সিনিয়র ইভেন্টে পদক পান জ্যাকসন। ১৯৯৩ সালে স্টুটগার্ট বিশ্ব চ্যাম্পিয়শিপে সোনা পাওয়া এই অ্যাথেলিট ১৯৯৯ সালে জেতেন বিশ্ব খেতাব। এছাড়া ১৯৯০ এবং ১৯৯৪ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। ১৯৮৮ সিওল অলিম্পিকে তিনি রূপো এনে দেন দেশকে।

টাটা স্টিল (কর্পোরেট সার্ভিসেস)-র সহ সভাপতি চাণক্য চৌধুরী বলেন, "আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কলিন জ্যাকসন আমাদের সাথে TSK 25K আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেবেন। আমরা বিশ্বাস করি TSK 25K-র জন্য তাঁর উপস্থিতি সকলকে নিজেদের ব্যস্ত জীবন থেকে বের করে এনে ম্যারাথনে যোগদানে উৎসাহিত করবে"।

কলিন রে জ্যাকসন
'ভারতীয় ফুটবল সোনার খনি, শুধু আবিষ্কারের অপেক্ষা' - মন্তব্য কিংবদন্তি কোচ ওয়েঙ্গারের
কলিন রে জ্যাকসন
FIFA WCQ 2026: 'আমাদের হারানোর কিছু নেই' - কাতার ম্যাচের আগে বার্তা কোচ স্টিমাচের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in