
ওল্ড ট্রাফোর্ডে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা একপ্রকার দুঃস্বপ্নের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুটি আত্মঘাতী গোলে ড্র করতে হয়েছিল রেড ডেভিলদের। প্রথম লেগ শেষ হয়েছে ২-২ গোলে। তার ওপর আবার এই ম্যাচেই জোড়া চোট এসেছে ইউনাইটেড শিবিরে। লিসান্দ্রো মার্টিনেজ পুরো মরশুম থেকে ছিটকে গিয়েছেন। কয়েক সপ্তাহ বাইরে থাকবেন রাফায়েল ভারানেও।
সেভিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজ। চোট এতোটাই জোরালো ছিল যে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় তাঁকে। পরীক্ষা করে জানা গিয়েছে পায়ের মেটাটারসাল হাড় ভেঙে গিয়েছে তাঁর। যে কারণে মরশুমের বাকি সময়ে আর পাওয়া যাবে না তাঁকে। সেইসঙ্গে চোট পেয়েছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারানেও।
ম্যান ইউনাইটেড এক বিবৃতিতে জানায়, "পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ায় মরশুমের বাকি সময়ের জন্য ছিটকে গিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে আগামী মরশুমের প্রস্তুতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই লিসান্দ্রো ও ভারানের প্রতি শুভেচ্ছা এবং দ্রুত সুস্থতা কামনা করছে।"
ইউরোপা লীগে পরের লেগ যেমন ইউনাইটেডকে জিততেই হবে, তেমনি প্রিমিয়ার লীগেও এখন প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এই সময় রেড ডেভিলদের দূই প্রতিষ্ঠিত সেন্টার ব্যাক চোট পাওয়ায় স্বাভাবিক ভাবেই বড় ধাক্কা খেলেন এরিক টেন হ্যাগ।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন