IPL 2023: 'কখনও এই পরিস্থিতিতে পড়েননি...' - কিউই পেসারকে পাল্টা জবাব কোহলির

বিরাট বলেন, "হ্যাঁ নিশ্চিতভাবে আমি এর সাথে সম্পূর্ণ একমত। অনেকে আছে যারা নিজেরা সেই পরিস্থিতিতে না থাকায় তারা খেলাটিকে ভিন্নভাবে দেখেন।"
কিউই পেসারকে পাল্টা জবাব কোহলির
কিউই পেসারকে পাল্টা জবাব কোহলিরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

'নিজের হাফ-সেঞ্চুরি করার জন্যই দলের কথা ভুলে গিয়ে মন্থর ব্যাটিং করছেন। কোহলি মাইলস্টোনের জন্য খেলেন'। লখনউয়ের বিপক্ষে কোহলি ব্যাটিং করার সময় ধারাভাষ্য দিতে গিয়ে এমন মন্তব্যই করেছিলেন প্রাক্তন সাইমন ডুল। এবার কিউই পেসারের এই সমালোচনার জবাব দিলেন স্বয়ং বিরাট

লখনউয়ের বিপক্ষে ৪৮ বলে ৬১ রান করেন কোহলি। অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৩৫ বলে। তবে ওইদিন ২৫ বলেই ৪২ রানে পৌঁছে গিয়েছিলেন বিরাট। এরপর ৮ রান করতে দশ বল খেলেন। যা দেখে সাইমন ডুল বলেন, মাইলস্টোনের জন্য উদ্বিগ্ন কোহলি।

এপ্রসঙ্গে এবার মুখ খুললেন কোহলি। জিও সিনেমাতে ভারতের প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পাকে বিরাট বলেন, "হ্যাঁ নিশ্চিতভাবে। আমি এর সাথে সম্পূর্ণ একমত, অনেকে আছেন যাঁরা নিজেরা সেই পরিস্থিতিতে না থাকায় তাঁরা খেলাটিকে ভিন্নভাবে দেখেন।"

কোহলি আরও বলেন, "হঠাৎ যখন পাওয়ার প্লে আসে, তখন তাঁরা বলেন 'ওহ, তাঁরা স্ট্রাইক ঘোরানো শুরু করেছে'। যখন আপনি পাওয়ারপ্লেতে একটি উইকেট হারাননি, সাধারণত সেরা খেলোয়াড়রা বোলিং করতে আসে, তখন আপনি বোঝার চেষ্টা করছেন প্রথম দুই ওভারে তাঁর বিরুদ্ধে কী করতে হবে। যাতে আপনি সেই বোলারের বিপক্ষে শেষ দুই ওভারে বড় কিছু করতে পারেন এবং তারপর ইনিংসের বাকিটা আরও সহজ হয়ে যায়।"

প্রসঙ্গত উল্লেখ্য, ডুল বলেছিলেন, "কোহলি তো একেবারে ট্রেনের মতো দ্রুতবেগে ইনিংস শুরু করেছিল। প্রচুর শট খেলছিল। কিন্তু তারপর ১০ বল খেলে মাত্র ৮ রান করল। সে মাইলফলকের জন্য উদ্বিগ্ন। আমি মনে করি না এই খেলায় এর জন্য জায়গা আছে। শুধু চালিয়ে যেতে হবে, বিশেষ করে সেই পর্যায়ে যখন উইকেট হাতে রয়েছে।"

শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলির ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা।

কিউই পেসারকে পাল্টা জবাব কোহলির
IPL 2023: মালিঙ্গাকে পেছনে ফেলে আইপিএলে বড় নজির কাগিসো রাবাডার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in