IPL 2023: মালিঙ্গাকে পেছনে ফেলে আইপিএলে বড় নজির কাগিসো রাবাডার

আইপিএলে এতদিন দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল লাসিথ মালিঙ্গার। ৭০ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বোলার। রাবাডা মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলস্টোন স্পর্শ করলেন।
কাগিসো রাবাডা
কাগিসো রাবাডাছবি - ট্যুইটার

পাঞ্জাব হারলেও বড় নজির গড়লেন কাগিসো রাবাডা। পাঞ্জাবের প্রোটিয়া স্পিড স্টার আইপিএলের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন। মোহালিতে গুজরাটের বিপক্ষে পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন রাবাডা। পেছনে ফেলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে।

আইপিএলে এতদিন দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল লাসিথ মালিঙ্গার। ৭০ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বোলার। রাবাডা মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলস্টোন স্পর্শ করলেন।

ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮১ ম্যাচে উইকেটের সেঞ্চুরি পান ভুবি। সার্বিকভাবে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিন ক্রিকেটার। রশিদ খান, অমিত মিশ্রা এবং আশিস নেহেরা। প্রত্যেকেই ৮৩ ম্যাচ খেলে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (৮৪ ম্যাচ)।

রাবাডা বড় নজির গড়লেও পাঞ্জাব গতকাল ম্যাচ জিততে পারেনি। গুজরাটের কাছে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটের হয়ে ৪৯ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুবমান গিল।

কাগিসো রাবাডা
IPL 2023: হাঁটুতে চোট, তবে কি মাঠের বাইরে মাহি! কী বললেন চেন্নাই কোচ?
কাগিসো রাবাডা
IPL 2023: পাঞ্জাবের বিপক্ষে বড় মাইলফলক স্পর্শ করার দোরগোড়ায় গুজরাটের দুই ক্রিকেটার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in