Thailand Open: ইয়ামাগুচিকে হারালেন সিন্ধু, সেমিফাইনালে প্রতিপক্ষ অলিম্পিক্স সোনাজয়ী

ব্যাংককে দ্বিতীয় বাছাই ইয়ামাগুচি এবং ষষ্ঠ বাছাই সিন্ধুর লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়েছিলো আগে থেকেই। প্রথম সেটে জাপানী প্রতিপক্ষকে ২১-১৫ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় সিন্ধু।
সেমিফাইনালে সিন্ধু
সেমিফাইনালে সিন্ধুছবি সৌজন্যে SAI Media ট্যুইটার হ্যান্ডেল
Published on

এশিয়ান চ্যাম্পিয়নশীপে হারের বদলা নিলেন পিভি সিন্ধু। জাপানী শাটলার আকানে ইয়ামাগুচির কাছেই এশিয়ান চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে হারতে হয়েছিলো হায়দরাবাদি শাটলারকে। শুক্রবার থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইয়ামাগুচিকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেলেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার সিন্ধু।

ব্যাংককে দ্বিতীয় বাছাই ইয়ামাগুচি এবং ষষ্ঠ বাছাই সিন্ধুর লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়েছিলো আগে থেকেই। প্রথম সেটে জাপানী প্রতিপক্ষকে ২১-১৫ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় সিন্ধু। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ইয়ামাগুচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেটের ফল আকানের পক্ষে ২১-২১। তবে তৃতীয় সেটে চেনা সিন্ধু গর্জন দেখতে পাওয়া যায়। প্রতিপক্ষকে দাঁড়াতে না দিয়েই ২১-১৩ ব্যবধানে তৃতীয় সেট জিতে সহজেই সেমিফাইনালে পৌঁছে যান বিশ্বের সাত নম্বর সিন্ধু।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন কোরিয়ার সিম ইউ জিনের বিপক্ষে। সেখানে ইউ জিনকে ৩৭ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিলেন সিন্ধু। ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ছিলো ২১-১৬, ২১-১৩। শুক্রবার কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করে সেমিফাইনালে হায়দরাবাদি তারকা।

সেমিফাইনালে সিন্ধুর সামনে কঠিন প্রতিপক্ষ। অলিম্পিক্সে সোনা জয়ী চীনের চেন ইউ ফেই-এর মুখোমুখি হবেন তিনি। শনিবার ইউ-ফেইকে হারাতে পারলেই থাইল্যান্ড ওপেনের ফাইনালে জায়গা করে নেবেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা সিন্ধু।

সেমিফাইনালে সিন্ধু
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে দেশকে সোনা এনে দিলেন নিখাত জারিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in