বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে দেশকে সোনা এনে দিলেন নিখাত জারিন

মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসি-র পরে পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন জারিন।
নিখাত জারিন
নিখাত জারিনছবি সৌজন্যে SAI Media ট্যুইটার হ্যান্ডেল

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে সোনা জিতলো ভারত। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে ফ্লাই-ওয়েট ফাইনালের ৫২ কেজি বিভাগে থাইল্যান্ডের জিতপং জুতামাসকে হারিয়ে দেশকে সোনা এনে দিলেন নিখাত জারিন। মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসি-র পরে পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন জারিন।

ফাইনালে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে লড়াই করে থাই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ ফলে জয় তুলে নিয়েছেন প্রাক্তন জুনিয়র যুব বিশ্ব চ্যাম্পিয়ন জারিন। ২৫ বর্ষীয় তারকা তাঁর প্রযুক্তিগত দক্ষতায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রতিটি রাউন্ডেই থাই প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন তিনি।

সেমিফাইনালে জারিন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেদার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন। অন্যদিকে, জুতামাস দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নশীপের পদকজয়ী এবং অভিজ্ঞ কাজাখ বক্সার ঝাইনা শেকেরবেকোভাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন। ফাইনালের মঞ্চে থাই বক্সারকে হারিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপের মঞ্চে তেরাঙা পতাকা ওড়ালেন জারিন।

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপের ২০ তম বর্ষে জারিন ছাড়াও দুই ভারতীয় বক্সার মনীষা (৫৭ কেজি) এবং পারভীন (৬৩ কেজি) ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষবার রাশিয়াতে ২০১৯ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিলো ভারত। সার্বিকভাবে এখনও পর্যন্ত এই প্রতিযোগীতার ১১ টি সংস্করণ মিলিয়ে মোট ৩৬ টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে ৯ টি সোনা, ৮ টি রূপো এবং ১৯ টি ব্রোঞ্জ। শিরোপা জয়ের ট্যালিতে রাশিয়া(৬০) এবং চীনের(৫০) পরেই রয়েছে ভারতের স্থান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in