
টানা ২০ ম্যাচ জয়ের ধারা বজায় রাখার পর ২১ তম ম্যাচে এসে হারের মুখ দেখলেন স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। আমেরিকার উঠতি তারকা টেলর ফ্রিটজের কাছে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হেরেছেন রাফা। ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে স্ট্রেট সেটে উড়িয়ে চমক দেখিয়েছেন ফ্রিটজ। ম্যাচের ফলাফল আমেরিকান টেনিস তারকার পক্ষে ৬-৩, ৭-৬(৭-৫)।
গত সপ্তাহ থেকেই চোটের জেরে ভুগছিলেন নাদাল। এদিনের ম্যাচে সেই ছবিই ধরা পড়লো কোর্টের মধ্যে। ম্যাচ চলাকালীন চিকিৎসা করাতেও দেখা যায় তাঁকে। ম্যাচের শেষে নাদাল শিকারও করে নেন যে তিনি চোটের জন্য ভুগছিলেন। নিজের সেরাটা দেওয়া সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন বলে জানান স্প্যানিশ কিংবদন্তী।
অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছিলেন রাফা। এরপর থেকে প্রতিপক্ষদের খড় কুটোর মতো উড়িয়ে যাচ্ছিলেন তিনি। দাপট দেখিয়েই পৌঁছান ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে। তবে এদিন শুরু থেকেই ছন্দ হারান। প্রথম সেটে ফ্রিটজের কাছে ৬-৩ ব্যবধানে হারতে হয়। দ্বিতীয় সেটে কামব্যাক করার চেষ্টা করলেও সফল হননি। ৭-৬(৭-৫) ফলাফলে দ্বিতীয় সেট জিতে চমক দেখান ২৪ বর্ষীয় আমেরিকান তারকা।
২০০১ সালে আন্দ্রে আগাসির পর দ্বিতীয় আমেরিকান হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের খেতাব জিতলেন টেলর ফ্রিটজ। শৈশবের আইকন নাদালকে হারিয়ে উচ্ছ্বসিত ফ্রিটজ বলেন, " শৈশবের স্বপ্ন ছিলো নাদালকে হারাবো। সেই স্বপ্ন যে সত্যি হবে তা কল্পনাই করতে পারিনি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন