
অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে লক্ষ্যপূরণ করতে পারলেন না লক্ষ্য সেন। বিশ্বের এক নম্বর তারকা ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তরুণ ভারতীয় তারকা। ৫৩ মিনিটের লড়াইয়ে অ্যাক্সেলসেনের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১০, ২১-১৫।
বিশ্বের এক নম্বর তারকা ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে কিছুদিন আগেই জার্মান ওপেনে হারিয়েছিলেন লক্ষ্য। তবে অল ইংল্যান্ড ওপেনে রবিবার শীর্ষ তারকার সামনে দাঁড়াতে পারলেন না আলমোড়ার তরুণ শাটলার। ফাইনালে রূপো জিতে অল ইংল্যান্ড ওপেনে দীর্ঘ ২১ বছর পর পুরুষদের সিঙ্গলসে পদকের খরা কাটলো ভারতের। শেষবার ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ অল ইংল্যান্ড ওপেনে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন। তারও ২১ বছর আগে ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন জিতেছিলেন সোনা।
অলিম্পিক্স জয়ী ভিক্টর অ্যাক্সেলসেন এদিন শুরু থেকেই নিজের জাত চেনাতে থাকেন। শীর্ষ তারকার মতোই সম্পূর্ণ ম্যাচে দাপট দেখিয়ে যান। ভিক্টরের দুরন্ত স্ম্যাশ ও সার্ভের জবাবই খুঁজে পাচ্ছিলেন না লক্ষ্য। প্রথম গেমের বিরতিতে ১১-২ ব্যবধানে এগিয়ে যান ডেনিশ তারকা। প্রথম সেটে ২১-১০ ব্যবধানে জয় পান তিনি।
দ্বিতীয়ার্ধেও সমান দাপট দেখিয়ে যান অ্যাক্সেলসেন। লক্ষ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি। ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হন বিশ্বের এক নম্বর তারকা ভিক্টর অ্যাক্সেলসেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন