

বাংলা যা পারে না সেটা অন্য রাজ্য পারে। সেটা প্রমাণিত হলো। কেন তামিলনাড়ু রাজ্যের কোনো খেলোয়াড় নেই আইপিএলের চেন্নাই সুপার কিংস দলে! সেই নিয়ে তামিলনাড়ু বিধানসভায় বিক্ষোভ।
মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় ক্রীড়া খাতে অর্থ বরাদ্দ নিয়ে বিতর্কের সময় পিএমকে বিধায়ক ভেঙ্কটেশ্বরণ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, “সিএসকে নিজেদের তামিলনাড়ুর টিম বলে প্রচার করে। অথচ দলে একজনও তামিল ক্রিকেটার নেই। এ রাজ্যের ক্রিকেটাররা ভীষণ প্রতিভাবান। তাঁদের পারফরম্যান্সও বেশ ভালো। তা সত্ত্বেও একজন ক্রিকেটারকেও দলে জায়গা দেওয়া হয়নি। অন্যান্য রাজ্যের ক্রিকেটারদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তামিলনাড়ু সরকারের উচিত চেন্নাই সুপার কিংস টিমকে নিষিদ্ধ করে দেওয়া।”
এরপর সিএসকে টিমকে ব্যান করার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় ব্যপক হইচই হয়।
বুধবার চিপক স্টেডিয়ামে চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচ রয়েছে। চেন্নাইয়ের বাড়তি আকর্ষণ মহেন্দ্র সিং ধোনি। এবারই ধোনির শেষ আইপিএল। চেন্নাইয়ের সমর্থকদের ইয়লো আর্মি বলা হয়। মাঠ পুরো ভর্তি থাকে চেন্নাই সুপার কিংসের ম্যাচ হলে। আজকের ম্যাচেও এর ব্যতিক্রম হবে না।
তবে কলকাতা নাইট রাইডার্স দলে বাংলার ছেলে কেন নেই সেই বিষয়েও বারবার প্রশ্ন উঠেছে। ফ্রাঞ্চাইজিগুলি কি এই বিষয়ে নজর দেবে? তা নিয়ে এখনও কিছু সঠিক তথ্য পাওয়া যায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন