IPL 2023: 'ভারতের মিডল অর্ডার বদলে দেবে ও' - আইপিএলে কার খেলা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী?

তিলকের খেলা দেখে মুগ্ধ রবি শাস্ত্রীও। ভারতের প্রাক্তন কোচ সাফ জানিয়েছেন, আগামী ছ'মাসের মধ্যে তিলককে দেশের জার্সিতে না দেখলে তিনি অবাকই হবেন।
রবি শাস্ত্রী
রবি শাস্ত্রীফাইল চিত্র - সংগৃহীত
Published on

প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছেন রোহিত শর্মারা। আর এই ম্যাচেই মুম্বইয়ের হয়ে এক পরিণত ইনিংস খেললেন তিলক ভার্মা। হায়দরাবাদের এই বছর কুড়ির অলরাউন্ডার বেশ প্রশংসা কুড়াচ্ছে ইতিমধ্যেই। তিলকের খেলা দেখে মুগ্ধ রবি শাস্ত্রীও। ভারতের প্রাক্তন কোচ সাফ জানিয়েছেন, আগামী ছ'মাসের মধ্যে তিলককে দেশের জার্সিতে না দেখলে তিনি অবাকই হবেন।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন তিলক। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে করেন ২২ রান। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে ২৯ বলে মহামূল্যবান ৪১ রানের ইনিংস খেলেন তিনি। বয়স মাত্র ২০ হলেও তাঁর খেলা বেশ পরিণত বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

রবি শাস্ত্রী বলেন, তিলক ভারতীয় প্লেয়ার। আগামী ছয় বা আট মাসে ও যদি ভারতের টি-২০ না খেলে, তাহলে অবাক হব। ওর পরিণত মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। ভারতের মিডল অর্ডার বদলে দেবে ও। মাত্র ২০ বছর বয়স ওর। এখনই এমন পরিণত দেখাচ্ছে ওকে। দেখে মনে হচ্ছে ওর বয়সের চেয়ে অনেক বড় কাউকে ব্যাট করতে দেখছি। শুধু মুম্বই ইন্ডিয়ান্সের বিচারেই বললাম না, ভারতের দৃষ্টিভঙ্গিতেও বললাম।"

গতকাল ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প্যাটেলের অর্ধশতরানে ভর করে ১৭২ রান সংগ্রহ করেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা(৬৫) এবং তিলক ভার্মার(৪১) হাত ধরে বেশ এগিয়ে যায় মুম্বই। তবে শেষ মুহূর্তে দিল্লি বোলারদের দাপটে বেশ চাপের মধ্যে পড়ে যায়। শেষ বলে দু'রান সংগ্রহ করে অবশেষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় রোহিত বাহিনী।

রবি শাস্ত্রী
শেষ ৬ ম্যাচের চারটিতেই গোল্ডেন ডাক! বিশ্বকাপের বছরে সূর্যের ফর্মই চিন্তার কারণ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in