

চলতি আইপিএলে খেলা হয়ে গিয়েছে ২৯ টি ম্যাচ। শনিবার ৩০তম ম্যাচে মাঠে নেমেছে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস। ২৯ ম্যাচ শেষে কোন দল পয়েন্ট তালিকার কোন স্থানে রয়েছে দেখে নেওয়া যাক।
বর্তমানে চলতি আইপিএলের টেবিল টপার রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচের ৪ টিতে জয় নিয়ে ৮ পয়েন্টের সাথে এক নম্বরে গতবারের ফাইনালিস্ট দল। দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের দলও ৬ টির মধ্যে ৪ টি ম্যাচ জিতেছে। নিট রান রেটের ভিত্তিতে এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের নিট রান রেট + ১.০৪৩ এবং লখনউয়ের + ০.৭০৯।
তৃতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পয়েন্টও ৮। ৬ ম্যাচে হলুদ বাহিনীও জিতেছে ৪ টিতে। চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়ার দল ৫ ম্যাচ খেলে ৩ টি ম্যাচ জিতেছে। ৬ ম্যাচ খেলে ৩ টিতে জিতে পঞ্চম স্থানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এখনও পর্যন্ত ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মারা ৫ ম্যাচের ৩ টিতে জয় পেয়েছে। সপ্তম স্থানে পাঞ্জাব কিংস। পাঞ্জাব ৬ ম্যাচ খেলে ৩ টিতে জিতেছে। আর টেবিলের শেষ তিন দল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। কলকাতা এবং হায়দরাবাদ - দুই দলই ৬ ম্যাচে মাত্র দুটি করে জয় পেয়েছে। একদম তলানিতে থাকা দিল্লি ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন