কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনি
কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনিছবি - সংগৃহীত

Exclusive: ক্রিকেটের ABCD ওর ইডেন থেকেই শেখা, ধোনিকে নিয়ে আর কী কী বললেন মাহির ছোটোবেলার কোচ?

ইডেনে মাহির ম্যাচ দেখতে আসার কথা ছিল তাঁর ছোট বেলার কোচ কেশব বন্দোপাধ্যায়ের। কিন্তু প্রবল গরমের কারণে তিনি আসছেন না।

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মাহির শেষ ম্যাচ হতে চলেছে ইডেনে এমনই ভাবা হচ্ছে। সেই কারণে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। টিকিটের হাহাকার গোটা কলকাতায়।

ইডেনে মাহির ম্যাচ দেখতে আসার কথা ছিল তাঁর ছোট বেলার কোচ কেশব বন্দোপাধ্যায়ের। কিন্তু প্রবল গরমের কারণে তিনি আসছেন না। ধোনির কোচের সঙ্গে পিপলস্ রিপোর্টারের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, 'এখন যেখানেই খেলছে সেটাই ধোনির শেষ ভেন্যু হচ্ছে। তবে ইডেন থেকেই তো ধোনি ক্রিকেটের এবিসিডি শিখেছে। ইডেন, গুয়াহাটি আর রাঁচি। সেই কারণে ইস্ট জোন ওর কাছে বরাবর প্রিয়। তাই ইডেনে একপ্রকার শেষ ম্যাচ তো স্পেশাল বটেই ।'

কিন্তু ধোনি অনেক দেরিতে ব্যাটিং করতে আসছেন। ইডেন কি ধোনির ব্যাটিং দেখার সুযোগ পাবে? জবাবে কেশববাবু বলেন, 'এখনও চেন্নাইয়ের সেই সময় আসেনি যেখানে ধোনিকে ব্যাট করতে আসতে হবে অনেক আগে। যদি সেই পরিস্থিতি তৈরী হয় উপরে আসবে।'

ধোনির সঙ্গে কি কোনো কথা হয়েছে তাঁর? মাহির কোচ জানালেন, 'হয়েছে। তবে অন্য কথা। ওর অবসর নিয়ে কোনো কথা হয়নি। এগুলো ব্যক্তিগত ব্যাপার। তবে এখনও যা উইকেট কিপিং টেকনিক ওর আছে, অনেকের থেকে ভালো।'

ধোনিকে ক্রিকেট ছাড়ার পরে কী ভূমিকায় দেখা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে কোচ বলেন, 'আমি যতটুক জানি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ও যুক্ত থাকবেই। চেন্নাই কিন্তু ওকে ছাড়বে না। ওর যা মস্তিস্ক অসাধারণ। সেটা চেন্নাই মাঠের বাইরে থেকে কাজে লাগাবে।'

কেশব বন্দোপাধ্যায়ের সাথে ধোনি
EPL : ফের ধাক্কা খেলো আর্সেনাল, শীর্ষস্থান টলমল করছে গানার্সদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in