
দল হারলেও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট করতে নেমে একসাথে জোড়া নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন বিরাট। সেইসঙ্গে প্রথম ভারতীয় এবং মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে পঞ্চাশটি অর্ধশতরান করার রেকর্ডও গড়েলেন কিং কোহলি।
শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ৪৬ বলে ৫৫ রান করেন কোহলি। এই ম্যাচে ওপেন করতে নেমে ১২ রান করার সাথে সাথেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭০০০ রান পূর্ণ করেন কোহলি। এখন আইপিএলে বিরাটের সংগ্রহে ৭০৪৩ রান। এই নজির গড়তে বিরাট নিয়েছেন ২৩৩ ম্যাচের ২২৫ ইনিংস। রানের নিরিখে বিরাটের পরে রয়েছেন শিখর ধাওয়ান। ২১৩ ম্যাচের ২১২ ইনিংসে ৬৫৩৬ রান করেছেন শিখর। আর মাত্র ১৭২ ম্যাচে ব্যাট করে ৬২১১ রান করে তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার।
দিল্লির বিপক্ষে গতকাল ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এটি তাঁর ৫০তম অর্ধশরান। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন বিরাট। বিরাটের আগে এই রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার। এখনও পর্যন্ত আইপিএলে ওয়ার্নারের হাফ-সেঞ্চুরি ৫৯ টি।
গতকাল আরসিবির ৪ উইকেটে ১৮১ রানের জবাবে ২০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় দিল্লি। এই জয়ের সাথে সাথেই পয়েন্ট তালিকার লাস্ট বয়ের তকমা থেকেও মুক্তি পায় ডেভিড ওয়ার্নাররা। দশ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠে এসেছেন রিকি পন্টিংরা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন