লক্ষ্য শক্তিশালী ফরোয়ার্ড লাইন, অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপারকে দলে নিতে চলেছে মোহনবাগান

২০১৩ সাল থেকে সিনিয়র দলে কেরিয়ার শুরু করে কামিন্স। ২০১৭ সালে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট যোগ দেন। পাশাপাশি রেঞ্জার্সের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
জেসন কামিন্স
জেসন কামিন্সছবি - সংগৃহীত

গত বছর এটিকে মোহনবাগান আইএসএলে চ্যাম্পিয়ন হলেও, একজন পজিটিভ ফরওয়ার্ড সমস্যা বারবার দেখা গেছে সবুজ মেরুনের খেলায়। এবার সেদিকে অনেকটাই এগিয়ে গেলো মোহনবাগান। শোনা যাচ্ছে আগামী শনিবার ক্লাবের বারপুজোয় অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলা ফুটবলারকে দলে নেবে টিম বাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে নেবে গঙ্গাপাড়ের ক্লাব। কথাবার্তা অনেকদূর এগিয়েছে। কামিন্স এই মুহুর্তে 'এ' লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

২০১৩ সাল থেকে সিনিয়র দলে কেরিয়ার শুরু করেন কামিন্স। ২০১৭ সালে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট যোগ দেন। পাশাপাশি রেঞ্জার্সের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

অস্ট্রেলিয়ার হয়ে খেললেও কামিন্স জন্মসূত্রে স্কটিশ। তার মা অস্ট্রেলিয়ান হওয়ায় কামিন্সের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পান ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

অস্ট্রেলিয়ার জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও খেলেন। একটি গোলও করেন। বিশ্বকাপে তার অভিষেক হয় ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে। পরেরবার আইএসএলে গঙ্গাপাড়ের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে।

জেসন কামিন্স
UCL: শুরু হচ্ছে শেষ আটের লড়াই, আজ রাতেই গার্দিওলার সিটির মুখোমুখি টুখেলের বায়ার্ন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in