T-20 World Cup 22: আফগানিস্তানকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা

গাব্বায় এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালোই করেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ-উসমান গনি। পাওয়ার-প্লে তেই তাঁরা ৪২ রান যোগ করেন।
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কাছবি আইসিসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বৃষ্টিতে দুই ম্যাচ ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামে আফগানিস্তান। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার জন্য আফগানিস্তানকে জিততেই হতো। কিন্তু প্রতিপক্ষ এশিয়া জয়ী শ্রীলঙ্কারও গাণিতিক সমীকরণে সেমির লড়াইয়ে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। তাই, দাঁতে দাঁত চেপে লড়াইয়ে নেমেছিল দুই পক্ষ। তবে লঙ্কানদের বিপক্ষে পেরে উঠতে পারলো না কাবুলিওয়ালার দেশের ক্রিকেটাররা। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছেন দসুন সনাকারা।

গাব্বায় এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালোই করেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ-উসমান গনি। পাওয়ার-প্লে তেই তাঁরা ৪২ রান যোগ করেন। তবে এই জুটি ভেঙে যাওয়ার পর আফগানিস্তান মুষড়ে পড়ে। গুরবাজকে ২৮ রানে ফেরান লাহিরু কুমারা এবং গনিকে ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টপ অর্ডারে জাদরান ২২ এবং নাজিবউল্লাহ ১৮ রান করে দলকে কিছুটা এগিয়ে দিয়েছিলেন। মিডল অর্ডার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেন মহম্মদ নবিরা। শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। জোড়া উইকেট নিয়েছেন লাহিরু কুমারা এবং একটি করে উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা এবং রাজিথা।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল নড়বড়ে। মুজিবের দুর্দান্ত এক বলে পর্যুদস্ত হয়ে ১০ রানে স্টাম্প খুইয়ে ফেরেন পথুম নিশঙ্কা। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা ২৮ রান তুলতে পারার পর আফগানরা কিছুটা আশা দেখতে পেয়েছিল। কুশল মেন্ডিসও এদিন ফিরে যান ২৭ বলে ২৫ রান করে। তবে দাঁড়িয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা। ৪২ বলে ৬৬* রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দিলেন তিনি।

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
চার স্কোয়াডের একটিতেও সুযোগ হয়নি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ পৃথ্বীদের, জবাব চেতন শর্মার
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
কিউইদের বিপক্ষে ফিরছেন উমরান মালিক, টি-টোয়েন্টিতে নেতৃত্বে হার্দিক, বাংলাদেশ সফরে কারা সুযোগ পেলেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in