কিউইদের বিপক্ষে ফিরছেন উমরান মালিক, টি-টোয়েন্টিতে নেতৃত্বে হার্দিক, বাংলাদেশ সফরে কারা সুযোগ পেলেন?

রোহিত শর্মা, বিরাট কোহলি, ওপেনার কেএল রাহুল, কিপার-ব্যাটার দিনেশ কার্তিক এবং অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে।
টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক চার দিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ১৮ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের এক জমজমাট টি-টোয়েন্টি সিরিজ। এই ফর্ম্যাটে কিউইদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাশাপাশি ২৫ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজও খেলবে ভারত। একদিনের সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। দুই সিরিজেই সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পান্তকে।

রোহিত শর্মা, বিরাট কোহলি, ওপেনার কেএল রাহুল, কিপার-ব্যাটার দিনেশ কার্তিক এবং অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলে ফের কামব্যাক করেছেন উমরান মালিক। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে নির্বাচিত হওয়ার পর বাদ পড়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ ফাস্ট বোলার। তবে কিউইদের বিপক্ষে ফের তাঁকে দলে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টির পাশাপাশি ওডিআই দলেও জায়গা হয়েছে তাঁর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দীপক চাহারও। পাশাপাশি সুযোগ পেয়েছেন কুলদীপ সেনও।

এই প্রথমবার বিসিসিআই-এর তরফ থেকে চারটি ভিন্ন স্কোয়াড একসাথে ঘোষণা করা হল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজের দলের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষেও ওডিআই ও টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বাংলাদেশ সফরে ফিরবেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনও। ইনজুরি কাটিয়ে টাইগার্সদের বিরুদ্ধে ফিরছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া টেস্ট দলে ফের ডাক পেলেন চেতেশ্বর পূজারা। ডিসেম্বরের ৪, ৭ এবং ১০ তারিখে ঢাকাতে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। ১৪ ই ডিসেম্বর প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, ২২ শে ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্ত(সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), শুভমন গিল, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।

বাংলাদেশের বিপক্ষে ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর , মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
T-20 World Cup 22: ফর্মে ফিরলেন ফিঞ্চ, আইরিশদের হারিয়ে সেমির আশা জোরদার অস্ট্রেলিয়ার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in