

অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারালো বাবর বাহিনী। প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের কাছে পর্যুদস্ত হয়ে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। আজকের জয়ে কিছুটা হলেও অক্সিজেন পেলো তারা। টিকে রইলো সেমিফাইনালের লড়াইয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতল পাকিস্তান। পার্থে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাক বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রানই সংগ্রহ করতে পারে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট খুইয়ে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান।
শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম, সাদাব খানরা ব্যুমেরাং করে ছাড়লো ডাচদের। ম্যাচ সেরা সাদাব নিলেন ৩ উইকেট। জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।
নেদারল্যান্ডসের হয়ে এই ম্যাচে দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন মাত্র দু'জন ব্যাটার। কলিন অ্যাকারম্যান ২৭ বলে ২৭ রান করেন। এডওয়ার্ডস করেন ২০ বলে ১৫ রান। অন্য ব্যাটাররা শুধু এলেন আর গেলেন।
সহজ লক্ষ্যমাত্রা থাকলেও এই ম্যাচেও ফ্লপ শো পাক অধিনায়ক বাবর আজমের। ডাচদের বিপক্ষে মাত্র ৪ রান করেন তিনি। তবে পাকিস্তানকে চাপে পড়তে হয়নি। মহম্মদ রিজওয়ান ৪৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ফখর জামান করেন ২০ রান, ১২ রান করেন শন মাসুদ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন