T-20 World Cup 22: মধুর প্রতিশোধ! অজিদের হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু কিউইদের

নিউজিল্যান্ডের সংগ্রহ করা ২০০ রানের জবাবে ১১১ রানেই অল আউট হয়ে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৮৯ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলো নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল
নিউজিল্যান্ড দলছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল কেন উইলিয়ামসনদের। এবার সেই হারের মধুর বদলা নিলো নিউজিল্যান্ড। ক্যাঙ্গারুদের নাস্তানাবুদ করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২-এর উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিলো কিউইরা। নিউজিল্যান্ডের সংগ্রহ করা ২০০ রানের জবাবে ১১১ রানেই অল আউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৮৯ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলো নিউজিল্যান্ড।

সিডনতে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পড়শি দেশ নিউজিল্যান্ড প্রথম দফায় ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে অজিদের বিপক্ষে। ৩ উইকেট হারিয়ে কিউইরা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২০০ রান।

প্রথম দফায় ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে দেখা যায় দুই কিউই ওপেনার ফিন অ্যালান এবং ডেভন কনওয়েকে। জশ হেজেলউডের দারুণ ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৪২ রানের এক ঝোড়ো ইনিংস খেলে যান ফিন অ্যালান। অপর ওপেনার ডেভন কনওয়ে রানের ফুলঝুরি ঝরালেন শেষ পর্যন্ত।

অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও কনওয়ের ৫৮ বলে অপরাজিত ৯২ রানের দৌলতে বড় লক্ষ্য দাঁড় করায় কিউইরা। দুর্দান্ত এক ইনিংস খেলার পাশপাশি দ্রুততম কিউই হিসেবে ১০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করেছেন কনওয়ে। এছাড়া ২৩ বলে ২৩ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০ বলে ১২ রান করেন গ্লেন ফিলিপস এবং ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন জিমি নিজাম।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অজিরা। টিম সাউদির সামনে অসহায় আত্মসমর্পণ করেন ডেভিড ওয়ার্নার (৫), মিচেল মার্শ (১৬)। অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফেরান স্যান্টানার (১৩)। মিডিল অর্ডারে ম্যাক্সওয়েল দলকে একটু ধরে রাখার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাকি ব্যাটাররা কার্যত নিয়মরক্ষা করতে মাঠে নামলেন। স্টয়নিস করলেন ৭ রান, টিম ডেভিড ১১ রান, ম্যাথু ওয়েড ফিরলেন ২ রান করে।

গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২৮ রান করে ইশ সোধির শিকার হন। শেষে প্যাট কামিন্স হাত খোলার চেষ্টা করলেও ২১ রানের বেশি করতে পারলেন না। নিজেদের দেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিরা প্রথম ম্যাচেই হারল।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বল করেন টিম সাউদি, মিচেল স্যান্টানার। দুজনেই নিয়েছেন ৩ টি করে উইকেট। জোড়া উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ও ইশ সোধি।

নিউজিল্যান্ড দল
Cristiano Ronaldo: খেলা শেষের আগেই মাঠ ছেড়ে যাওয়ায় শাস্তির মুখে পর্তুগীজ তারকা
নিউজিল্যান্ড দল
T-20 World Cup 22: আরও এক অনবদ্য ইনিংস রাজার ব্যাটে, সুপার-১২ নিশ্চিত করলো জিম্বাবোয়ে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in