
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখলো ভারত। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তান, তারপর নেদারল্যান্ডসকে হারানোর পর তৃতীয় ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় শিকার করলো রোহিত বাহিনী। লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেলদের তোপে ভারতের পুঁজি ছিল মাত্র ১৩৩ রানের। এই রান ডিফেন্ড করতে গিয়ে কিছুটা সমস্যার মুখে পড়তে হলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হলো না প্রোটিয়ারা। ডেভিড মিলারের অনবদ্য অর্ধশতরানে ভর করে ৫ উইকেটে জয় অর্জন করে চলতি বিশ্বকাপে অপরাজেয় থাকলো বাভুমা বাহিনী।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আর্শদীপের তোপে মাত্র ৩ রানের মাথায় জোড়া উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডি'কককে ১ রানে ফেরানোর পর গত ম্যাচে সেঞ্চুরি করা রাইলি রুশোকে রানের খাতা না খুলতে দিয়েই ড্রেসিংরুমে ফেরান আর্শদীপ।প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ১০ রানে ফেরত পাঠান মহম্মদ শামি। এরপর অবশ্য প্রোটিয়া শিবির এগিয়ে যেতে থাকে মার্করাম এবং মিলারের হাত ধরে। দুজনের ব্যাটেই আসে অর্ধশতরান। মার্করাম ৫২ রান করে ফিরে গেলেও মিলার ম্যাচ শেষ করেই ফেরেন। ৪৬ বলে ৫৯* রান করে অপরাজিত থাকেন তিনি।
পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ দাঁড়াতেই পারলো না ভারতের টপ অর্ডার। একা লুঙ্গি এনগিডি ধ্বংসস্তুপে পরিণত করলেন টিম ইন্ডিয়ার শীর্ষ ব্যাটারদের। এনগিডির শিকার হয়ে রোহিত ফিরলেন ১৫ রানে, রাহুল ফিরলেন ৯ রান করে। বিরাট করলেন ১২ রান। দীপক হুডা এনগিডির শিকার হলেন রানের খাতা না খুলেই।
ভারতীয় দলকে এদিন একা হাতেই টেনে নিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। ৪০ বলে ৬৮ রানের অসাধারণ ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। এছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার ছাপ ফেলতে পারেননি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৩৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে চারটি উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। তিনটি উইকেট নিয়েছেন ওয়েন পার্নেল এবং একটি উইকেট এসেছে এনরিখ নর্তজের খাতায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন