T-20 World Cup 22: লঙ্কান শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত দুষ্মন্ত চামিরা

চোট পেয়ে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তরুণ পেসার দিলশান মদুশঙ্কা। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন ব্যাটার দানুশকা গুনাথিলাকা এবং প্রমোদ মাদুশান।
দুষ্মন্ত চামিরা
দুষ্মন্ত চামিরাছবি - শ্রীলঙ্কা ক্রিকেটের ট্যুইটার হ্যান্ডেল
Published on

চোটে জর্জরিত শ্রীলঙ্কা শিবির। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই ভালো শুরু হয়নি দ্বীপরাষ্ট্রের। প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে শোচনীয় পরাজয় শিকার করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে ইউএইর বিপক্ষে বড় জয় নিয়ে ঘুরে দাঁড়ালেও দলের তারকা বোলার দুষ্মন্ত চামিরার চোট চিন্তায় ফেলে দিলো সিংহলীদের। ২০শে অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না চামিরাকে। বিশ্বকাপের বাকি ম্যাচেও অনিশ্চিত এই লঙ্কান বোলার।

চোট পেয়ে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তরুণ পেসার দিলশান মদুশঙ্কা। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন ব্যাটার দানুশকা গুনাথিলাকা এবং প্রমোদ মাদুশান। এবার ফের দুষ্মন্ত চামিরার চোট। গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। একই ইনজুরিতে বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলা হয়নি লঙ্কান তারকার। তবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় লঙ্কান স্কোয়াডে জায়গা হয়। তবে বিশ্বকাপ শুরু হতে না হতেই চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন চামিরা।

সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন চামিরা। আমিরশাহীর প্রথম তিন উইকেট তুলে নেন তিনি নিজেই। রান খরচ করেন মাত্র ১৫। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে নিজের শেষ ওভারে বল করতে গিয়ে কাফ মাসলে চোট পান। মাঠ ছাড়ার সময় তাঁর চোখে-মুখে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। চামিরাকে ছাড়াই নেদারল্যান্ডসের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে।

গতকাল ইউএইর বিপক্ষে ৭৯ রানে বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের ৮ উইকেটে ১৫২ রানের জবাবে ৭৩ রানে অল আউট হয়ে যায় ইউএই। শ্রীলঙ্কার হয়ে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার পথুম নিশঙ্কা। আর বল হাতে চামিরার তিন উইকেটের পাশাপাশি মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে আলো ছড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুষ্মন্ত চামিরা
T-20 World Cup 2022: চলতি আসরের প্রথম হ্যাটট্রিক! ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিক মিয়াপ্পান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in