কার্তিক মিয়াপ্পান
কার্তিক মিয়াপ্পানছবি - আইসিসির ট্যুইটার হ্যান্ডেল

T-20 World Cup 2022: চলতি আসরের প্রথম হ্যাটট্রিক! ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিক মিয়াপ্পান

মঙ্গলবার ২২ বছর বয়সী তরুণ স্পিনার শ্রীলঙ্কার ইনিংসের ১৫ তম ওভারে তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষেকে (৫) ফিরিয়ে দেন তিনি। পরের বলে তাঁর শিকার হন চরিথা আশালাঙ্কা (০)।
Published on

ইতিহাস গড়লেন সংযুক্ত আরব আমিরশাহীর স্পিনার কার্তিক মিয়াপ্পান। ইউএইর প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন কার্তিক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের প্রথম হ্যাটট্রিকও এটি। ভিক্টোরিয়ার জিলংয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন মিয়াপ্পান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৯তম হ্যাটট্রিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। বাকি তিনটি হ্যাটট্রিক হয় গত আসরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ‘ডাবল হ্যাটট্রিক' নেওয়ার কীর্তি আছে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পহারের। নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার বলে নেন চার উইকেট।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে এই কীর্তি গড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও এই কীর্তি গড়েন। এই চার ক্রিকেটারের স্পেশাল এলিট লিস্টে এবার যোগ দিলেন ইউএই স্পিনার কার্তিক মিয়াপ্পান।

মঙ্গলবার ২২ বছর বয়সী তরুণ স্পিনার শ্রীলঙ্কার ইনিংসের ১৫ তম ওভারে তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষেকে (৫) ফিরিয়ে দেন তিনি। পরের বলে তাঁর শিকার হন চরিথা আশালাঙ্কা (০)। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দসুন শনাকাকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করা ইউএইর এই স্পিনার। মিয়াপ্পান এদিন তাঁর ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট তুলে নেন।

কার্তিক মিয়াপ্পান
T-20 World Cup 2022: আইরিশদের শাসন করলেন সিকন্দর রাজা, ৩১ রানে বড় জয় জিম্বাবোয়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in