ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত, কেন্দ্রকে সক্রিয় পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

ভারতীয় ফুটবল থেকে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে শীর্ষ আদালত।
ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত
ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি স্থগিতফাইল ছবি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা(FIFA)। ভারত থেকে সরতে পারে মহিলাদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও। তাই সংকট মেটাতে তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো কেন্দ্রীয় সরকার।তবে বুধবার বিশেষ সুবিধা হলোনা এআইএফএফ-এর। তার কারণ এই মামলার শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছে। ২২ আগস্ট, সোমবার হবে এই মামলার দ্বিতীয় শুনানি।

ফিফার নির্বাসন সংক্রান্ত বিষয়টি বুধবার শুরুতেই উত্থাপিত হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে। ভারতীয় ফুটবল থেকে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে শীর্ষ আদালত।

এ দিন সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই নাকি ফিফার প্রতিনিধিদের সঙ্গে দু’বার আলোচনা হয়েছে। মেহেতা জানান কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের উপর থেকে এই নির্বাসন উঠে যাবে। আলোচনায় কী ফল হয় তা না জানা পর্যন্ত আদালত যাতে কোনও সিদ্ধান্তে উপনীত না হয়, সেই অনুরোধই সলিসিটর জেনারেলের পক্ষ থেকে করা হয় বিচারপতিদের বেঞ্চের কাছে। জেনারেলের বক্তব্য শোনার পরেই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয়।

ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত
ATK Mohun Bagan: ফিফার নির্বাসন-সিদ্ধান্তের জেরে সংকটে এটিকে মোহনবাগান, খেলতে পারবে না এএফসি কাপ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in