এরিক টেন হ্যাগ
এরিক টেন হ্যাগছবি - সংগৃহীত

EPL: ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হার! ম্যান ইউ ম্যানেজারের পদত্যাগের দাবি সমর্থকদের

People's Reporter: ম্যান ইউ কর্তৃপক্ষের অন্যতম মুখ মাইকেল আওয়েন বলেন, আমি অনেকদিন ধরেই বলছি ম্যান ইউ-র জন্য নতুন ম্যানেজার দরকার। এরিক টেন হ্যাগ নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ।
Published on

লাগাতার ব্যর্থতার কারণে এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগকে নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। এর মধ্যে ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হারের পর আরও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়লো। সমর্থকদের পাশাপাশি ম্যানেজারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন ম্যান ইউ কর্তৃপক্ষের একাংশও!

সাম্প্রতিক কালে ম্যান ইউ-র সাফল্য বলতে কেবল এফ এ কাপ ফাইনালে ওঠা। তাছাড়া প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫২টি গোল দিয়েছে এবং ৫৫টি গোল হজম করেছে। প্রিমিয়ার লিগের আশাও শেষ রেড ডেভিলসদের। লিগ টেবিলে ১৪ নম্বর স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে লজ্জার হারের পর ম্যান ইউ-র ম্যানেজারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

ম্যান ইউ কর্তৃপক্ষের অন্যতম মুখ মাইকেল আওয়েন বলেন, আমি অনেকদিন ধরেই বলছি ম্যান ইউ-র জন্য নতুন ম্যানেজার দরকার। এরিক টেন হ্যাগ নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। ম্যানেজার পরিবর্তন করা না হলে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবের ঐতিহ্য বলে কিছুই থাকবে না। আগামী মরসুমেও যদি তাঁকে দলে রাখা হয় তাহলে খুবই ভুল কাজ হবে।

তিনি আরও জানান, ক্লাবের মালিকানা হস্তান্তর হয়েছে। কিন্তু ম্যানেজারের জন্য ক্লাবের খেলার কোনো উন্নতি হচ্ছে না। এইভাবে ঐতিহ্যবাহী ক্লাবের ব্যর্থতা মেনে নেওয়া যায় না। ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হার সত্যিই আমাকে হতাশ করেছে।

যদিও ম্যান ইউ-র ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন ম্যানেজার এরিক টেন হ্যাগ। তিনি বলেন, দলের ছেলেরা যে ফুটবল খেলেছে তা সমর্থকদের কাছে হতাশার। আমি সেই নিয়ে কোনো মন্তব্য করবো না। এই ব্যর্থতার দায় আমার।

এরিক টেন হ্যাগ
UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড! দাপট দেখিয়েও ঘরের মাঠে হার PSG-র
এরিক টেন হ্যাগ
বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দ্বিতীয় দল ঘোষণা ভারতের, মুম্বইয়ের ৭ ফুটবলার, বাগানের কত জনের সুযোগ হলো?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in