ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড
ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডছবি - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক্স হ্যান্ডেল

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড! দাপট দেখিয়েও ঘরের মাঠে হার PSG-র

People's Reporter: ৭টা শট নিয়ে ৫০ মিনিটের মাথায় হামেলসের গোলে জয় নিশ্চিত করে ডর্টমুন্ড। ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন ছিল পিএসজির দখলে।
Published on

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালে প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও পিএসজিকে হারিয়ে শিরোপা জেতার আরও কাছে ডর্টমুন্ড।

মঙ্গলবার মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড এবং পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে প্যারিসের ঘরের মাঠে ছিল ম্যাচটি। ঘরের মাঠেও ব্যর্থ হয় পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে পিএসজি। গোটা ম্যাচ জুড়ে ৩০টা শট নেন এমবাপ্পেরা। কিন্তু একটিও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বরং মাত্র ৭টা শট নিয়ে ৫০ মিনিটের মাথায় হামেলসের গোলে জয় নিশ্চিত করে ডর্টমুন্ড। ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন ছিল পিএসজির দখলে, ৩০ শতাংশ ছিল ডর্টমুন্ডের দখলে।

উল্লেখ্য ১৯৯৬-৯৭ মরসুমে উয়েফা চ্যাম্পয়ন্স লিগ জিতেছিল ডর্টমুন্ড। ইটালির ক্লাব জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফের একবার এই শিরোপা জয়ের দোরগোড়ায় জার্মান ক্লাবটি। তবে এখন অপেক্ষা প্রতিপক্ষের জন্য।

বুধবার মধ্যরাতে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদ এবং আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। দ্বিতীয় লেগে কোন দল ডর্টমুন্ডের প্রতিপক্ষ হবে সেটারই অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড
বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দ্বিতীয় দল ঘোষণা ভারতের, মুম্বইয়ের ৭ ফুটবলার, বাগানের কত জনের সুযোগ হলো?
ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড
Sourav Ganguly: 'কেরিয়ার সবে শুরু...' - বিশ্বকাপে রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in