Super Cup 2025: সুপার কাপের দিন ঘোষণা ফেডারেশনের, এবারেও ভেন্যু ভুবনেশ্বর

People's Reporter: গতবার ইস্টবেঙ্গল ১২ বছর পর ট্রফির খরা কাটিয়ে সুপার কাপ জেতে, যা ক্লাবটির জন্য ঐতিহাসিক মুহূর্ত। সেই জয় উদযাপন করতে লাল-হলুদের তাঁবুতে জমকালো সেলিব্রেশন হয়েছিল।
গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Published on

গতবারের মতো এবারেও সুপার কাপ অনুষ্ঠিত হবে ওড়িশার ভুবনেশ্বরে—এমন‌ই ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা, যদিও এখনো ফাইনালের দিন নির্ধারিত হয়নি।

শোনা যাচ্ছে, সব দলই তাদের সেরা স্কোয়াড নামাবে, এবং এবারের সুপার কাপ হবে নকআউট ফরম্যাটে। এই প্রতিযোগিতায় আইএসএলের ১৩টি এবং আই লিগের তিনটি ক্লাব অংশ নেবে।

২০১৮ সালে শুরু হওয়া সুপার কাপের প্রতিটি আসরেই আইএসএলের দলগুলো শিরোপা জিতেছে।

২০১৮ – বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন

২০১৯ – এফসি গোয়া চ্যাম্পিয়ন

২০২০-২২ – কোভিডের কারণে প্রতিযোগিতা স্থগিত

২০২৩ – ওড়িশা এফসি চ্যাম্পিয়ন

২০২৪ – ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন

গতবার ইস্টবেঙ্গল ১২ বছর পর ট্রফির খরা কাটিয়ে সুপার কাপ জেতে, যা ক্লাবটির জন্য ঐতিহাসিক মুহূর্ত। সেই জয় উদযাপন করতে লাল-হলুদের তাঁবুতে জমকালো সেলিব্রেশন হয়েছিল।

সুপার কাপ জয়ের সুবাদে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলার যোগ্যতা অর্জন করে। যদিও বুধবার যুবভারতীতে এএফসি অর্কদাদের বিরুদ্ধে হেরে যাওয়ায় তাদের পরবর্তী রাউন্ডে ওঠা কঠিন হয়ে গেছে।

এবারের সুপার কাপে কি ইস্টবেঙ্গল শিরোপা ধরে রাখতে পারবে, নাকি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখা যাবে—তা দেখার জন্য অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

গত বারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Champions Trophy 25: ফাইনালের আগে চিন্তায় নিউজিল্যান্ড শিবির! ভারতের বিরুদ্ধে অনিশ্চিত কিউই পেসার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in