Sunil Narine: অলরাউন্ডার নারিন! চলতি IPL-এ রেকর্ডের সামনে নাইটদের ক্যারিবিয়ান তারকা

People's Reporter: এক মরসুমে ৪৫০ রানের অধিক এবং ১০-র বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন নারিন।
সুনীল নারিন
সুনীল নারিনছবি - কে কে আরের ফেসবুক পেজ

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন সুনীল নারিন। ব্যাটে বলে কলকাতার সমর্থকদের মুগ্ধ করছেন এই ক্যারিবিয়ান তারকা। বাকি ম্যাচে তাঁর ব্যাট থেকে আরও রান এলে অলরাউন্ডার হিসেবে জ্যাক কালিসকে টপকে যাবেন তিনি।

এক মরসুমে ৪৫০ রানের বেশি এবং ১০-র বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন নারিন। তাঁর আগে রয়েছেন প্রোটিয়া অল রাউন্ডার জ্যাক কালিস, স্বদেশীয় আন্দ্রে রাসেল এবং অজি তারকা শেন ওয়াটসন।

২০০৯ সালে জ্যাক কালিস ১৬ ম্যাচে করেছিলেন ৫৭২ রান। উইকেট নিয়েছিলেন ১৩টি। ২০১৯ সালে কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল ৫১০ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শেন ওয়াটসন ১৫ ম্যাচে ১৭টি উইকেট এবং ৪৭২ রান করেছিলেন।

২০২৪ অর্থাৎ চলতি মরশুমে ১১ ম্যাচে ৪৬১ রান করে ১৩ উইকেট নিয়েছেন নারিন। কেকেআরের এখনও ম্যাচ বাকি রয়েছে। ফলে জ্যাক কালিসকে টপকে নজির গড়ার সুযোগ রয়েছে নারিনের কাছে।

এছাড়া নারিন একমাত্র প্লেয়ার যিনি একটি দলের হয়েই ১৫০০-র বেশি রান এবং ১৫০-র বেশি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা, ব্রাভো এই নজির গড়লেও তাঁরা একাধিক দলের হয়ে করেছিলেন। নারিন কেবলমাত্র কলকাতা নাইট রাইডার্সের হয়েই এই সংগ্রহ করেছেন।

সুনীল নারিন
T-20 World Cup 2024: বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার ছক! আশঙ্কা ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর
সুনীল নারিন
Mohun Bagan: ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান সহ একাধিক ফুটবলারকে ছাড়তে চলেছে মোহনবাগান!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in