

আগামী মরসুমে ভালো দল করতে যেমন কিছু ভালো ফুটবলার নেবে মোহনবাগান ঠিক তেমনই ভালো পারফরমেন্স না করা কিছু প্লেয়ারকে ছেড়েও দেবে টিম বাগান। সূত্রের খবর কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স এবং হামতেকে ছাড়তে পারে সবুজ মেরুন ব্রিগেড।
জামশেদ নাসিরির ছেলে কিয়ান ২০২১-২২ ডার্বিতে হ্যাটট্রিক করে সকলের নজরে আসেন। কিন্তু চলতি বছর প্রচুর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তাঁকে নিতে পারে কেরালা ব্লাস্টার্স। এদিকে ডিফেন্সিভ মিডফিল্ড গ্লেন মার্টিন্সকেও ছাড়বে ক্লাব। কারণ এই মরসুমে গ্লেনকেও তেমন পারফর্ম্যান্স করতে দেখা যায়নি। বেশিরভাগ ম্যাচে তাঁকে নামায়নি দল।
একইসঙ্গে হামতে ইস্টবেঙ্গল থেকে এলেও প্রত্যাশাপূরণ করতে পারেনি। অফ ফর্ম থেকে চোট সমস্যা তাঁর সঙ্গে ছিল। এদের বদলে ভালো ভারতীয় ফুটবলার টার্গেট মোহনবাগানের।
লিগ শিল্ড জিতলেও আইএসএলজিততে পারেনি মোহনবাগান। তবে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। বাগান কোচ হাবাস ফাইনাল হেরে জানান, 'সমর্থকদের জন্য খারাপ লাগছে। জয় দিয়ে শেষ করে ওদের কাছে বিদায় নিতে চেয়েছিলাম। কিন্তু সেটা হল না। হার-জিত নিয়েই ফুটবল। ফাইনাল পর্যন্ত দলের ছেলেরা অনেক লড়েছে। কিন্তু অতিরিক্ত ম্যাচ ওদের মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন