সাক্ষী-ভিনেশ-বজরংদের ওপর ‘পুলিশি অত্যাচার’র বিরুদ্ধে সরব হলেন সুনীল ছেত্রী, নীরজ চোপড়ারা

ট্যুইটে সুনীল বলেন, কেন আমাদের কুস্তিগীরদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়।
কুস্তিগীরদের পাশে সুনীল, নীরজরা
কুস্তিগীরদের পাশে সুনীল, নীরজরাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের মতো আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীররা।

রবিবার সদ্য উদ্বোধন করা সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল করেছিলেন তাঁরা। এইসময় কুস্তিগীরদের ওপর আক্রমণ চালায় দিল্লি পুলিশ। আটক করা হয় আন্দোলনরত কুস্তিগীরদের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী থেকে শুরু করে অলিম্পিক্সে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া।

দিল্লির যন্তর মন্তরে মন্তরে বিক্ষোভরত কুস্তিগিরদের আটক করার ঘটনায় সাক্ষী - ভিনেশদের পাশে দাঁড়িয়ে সরব হন সুনীল ছেত্রী। ট্যুইটে সুনীল বলেন, "কেন আমাদের কুস্তিগীরদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়। আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে।"

অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াও পাশে দাঁড়িয়েছেন কুস্তিগীরদের। ভিনেশ-সাক্ষীদের যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা কিছুতেই মেনে নিচ্ছেন না নীরজ। তিনি বলেন, "এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আরো ভালো উপায় ছিল পরিস্থিতি সামলানোর।"

ভারতের তারকা বক্সার বিজেন্দর সিং বলেন, "একদিকে নব সংসদভবনের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীরদের আটক করা হচ্ছে। হায়রে গণতন্ত্র।"

সাক্ষী মালিক সহ আনান্য কুস্তিগীরদের সাথে পুলিশ আধিকারিকদের ধস্তাধস্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশের দেওয়া ব্যারিকেডের উপর দিয়ে কুস্তিগীরদের লাফ দেওয়ার ভিডিয়োও ভাইরাল। এদিকে, আটক কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বড়খাম্বা থানায় ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় বজরং, ভিনেশ, সাক্ষীদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।

কুস্তিগীরদের পাশে সুনীল, নীরজরা
'সরকারকে বাধ্য করব POCSO আইন বদলাতে', হুঁশিয়ারি যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in