ISL: ইস্টবেঙ্গল থেকে সরলেও আইএসএলে এই দলের কোচ হিসেবে দেখা যেতে পারে স্টিফেনকে

নর্থইস্ট ইউনাইটেড স্টিফেনকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। নর্থইস্ট ছাড়াও চেন্নাইন এফসি ও ওড়িশা এফসিও স্টিফেনকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।
স্টিফেন কনস্টানটাইন
স্টিফেন কনস্টানটাইনছবি - ইস্টবেঙ্গল এফ সি-র ফেসবুক পেজ

ইস্টবেঙ্গল থেকে চাকরি গিয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের। আইএসএল-এ লাল-হলুদের দায়িত্ব নিলেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রিটিশ কোচ। সদ্য সমাপ্ত আইএসএলে মাত্র সাত ম্যাচে জয় পেয়েছেন স্টিফেন। আসন্ন আইএসএল মরসুমে কি দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই এখন ময়দানে ঘোরা ফেরা করছে।

ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেও আরও একমাস ভারতে থাকছেন স্টিফেন। ভারতে অন্যান্য ক্লাবের পক্ষ থেকে দায়িত্ব পান কিনা, সেই বিষয়টিও দেখছেন তিনি। শোনা যাচ্ছে, নর্থইস্ট ইউনাইটেড স্টিফেনকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুপার কাপে নর্থইস্টের হয়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন ফ্লয়েড পিন্টো।

মরসুম শেষে হেড কোচ হিসেবে স্টিফেনকে নিতে আগ্রহী নর্থইস্ট। নর্থইস্ট ছাড়াও চেন্নাইন এফসি ও ওড়িশা এফসি স্টিফেনকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে চেন্নাইন ও ওড়িশার প্রথম পছন্দ নন স্টিফেন। ওড়িশার মূল টার্গেট সার্জিও লোবেরা। অন্যদিকে চেন্নাইন নিজেদের কোচ টমাস বর্ডারিচ’কে ছাড়বে কিনা, সে নিয়ে আলোচনা চলছে। ফলে আইএসএলে আবারও স্টিফেন কনস্টানটাইনকে দেখতে পাওয়ার সম্ভবনা থেকেই যাচ্ছে। সেই কারণেই ইস্টবেঙ্গলের দায়িত্ব শেষ হওয়ার পর আরও কিছু সময় ভারতে থাকছেন ব্রিটিশ এই প্রশিক্ষক।

এদিকে নতুন কোচের বিষয়ে মুখ খোলেননি ইস্টবেঙ্গল ক্লাবের কোনও কর্তাই। সমর্থক ও ক্লাব কর্তাদের পক্ষ থেকে বারবার ভালো দল করার দাবি করা হয়েছে। প্রতিবার দেরিতে দল তৈরি করার জন্য ভালো প্লেয়ারদের পাওয়া যায় না। এবার সেই সমস্যা কাটাতে চাইছে, তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল।

স্টিফেন কনস্টানটাইন
IPL 2023: টি-টোয়েন্টিতে ২০৮ নট আউট ধোনির! কিন্তু কীভাবে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in