IPL 2023: টি-টোয়েন্টিতে ২০৮ নট আউট ধোনির! কিন্তু কীভাবে?

টি-টোয়েন্টিতে ধোনির ক্যাচের সংখ্যা ২০৮ টি। ডি'কক ২০৭ টি ক্যাচ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
ধোনি
ধোনিছবি - সংগৃহীত

আইপিএলের মঞ্চে অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে ২০০টি ডিসমিসালে অবদান রাখলেন চেন্নাই অধিনায়ক। ক্যাচ, স্ট্যাম্প এবং রান আউট মিলিয়ে ধোনির দস্তানায় আউটের সংখ্যা ২০০। আইপিএলে ২৩৩ টি ম্যাচ খেলে অনন্য এই 'ডবল টন' পূর্ণ করলেন মাহি।

এই তালিকায় সার্বিকভাবে ধোনির পরে রয়েছেন বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। ২১৮ ম্যাচে ১৮৭ টি ডিসমিসাল করেছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। ১৪০ বার ডিসমিসাল করেছেন এবি।

এখানেই শেষ নয়। শুক্রবার আরও এক নজির গড়েছেন ধোনি। সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার মালিক হয়ে গেলেন তিনি। পেছনে ফেলেছেন প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি'কককে। টি-টোয়েন্টিতে ধোনির ক্যাচের সংখ্যা ২০৮ টি। ডি'কক ২০৭ টি ক্যাচ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মহেশ থিকশনার বলে এইডেন মার্করামের ক্যাচ নেন ধোনি। এরপর মায়াঙ্ক আগরওয়ালকে স্ট্যাম্পিং করে সাজঘরের রাস্তা দেখান। শেষে ওয়াশিংটন সুন্দরকে করেন রান আউট।

হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে বল হাতে রবীন্দ্র জাদেজা এবং ব্যাট হাতে ডেভন কনওয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন জাড্ডু। কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থেকে ম্যাচ জেতান। হায়দরাবাদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য ৮ বল এবং ৭ উইকেট হাতে রেখেই অতিক্রম করে সিএসকে।

ধোনি
লন্ডনে সফল অস্ত্রোপচার শ্রেয়সের, কবে ফিরবেন তারকা ক্রিকেটার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in