

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের লড়াইয়ে রয়েছে দ্বীপরাষ্ট্র। ভারত আমেদাবাদে হারলে এবং শ্রীলঙ্কা যদি কিউইদের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তবে ওভালের টিকিট নিশ্চিত হবে অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য মরণ-বাঁচন টেস্ট সিরিজের প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলেছে ৩০৫ রান।
ক্রাইস্টচার্চে টস জেতে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে প্রথম ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। প্রথম দফায় ব্যাট করতে নেমে অনবদ্য শুরু করে সফরকারী দল। ওপেনার ওসাডা ফার্নান্দো মাত্র ১৩ রান করে ফিরে গেলেও, দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। কার্যত একদিনের মেজাজে ৮৩ বলে ৮৭ রান করেন কুশল মেন্ডিস। মেন্ডিস ফিরে যাওয়ার পর করুনারত্নে ৮৭ বলে ৫০ রান করে আউট হন।
চার নম্বরে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৬ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৮ বলে ৪৭ রান করেন। অর্ধশতরান হাতছাড়া করলেও ম্যাথিউজ এদিন বড় এক মাইলফলক স্পর্শ করলেন। মাত্র তৃতীয় লঙ্কান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করলেন তিনি। টপকে গেলেন কিংবদন্তি সনৎ জয়সূর্যকে। টেস্ট ক্যারিয়ারে জয়সূর্য করেছিলেন ৬৯৭৩ রান। ম্যাথিউজের সামনে এখন মহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। জয়বর্ধনে টেস্টে ১১৮১৪ রান করেছেন। সাঙ্গাকারার সংগ্রহে ১২৪০০ রান।
এছাড়াও ৬৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন দীনেশ চান্দিমাল। ৫২ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া ডি'সিলভা। ১৬ রানে অপরাজিত রয়েছেন কাসুন রজিথা। কিউইদের হয়ে প্রথম দিনে ৩ টি উইকেট নিয়েছেন অধিনায়ক টিম সাউদি। জোড়া উইকেট নিয়েছেন ম্যাট হেনরি এবং একটি উইকেট নিয়েছেন মিচেল ব্রেসওয়েল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন