Bengal Pro League: বেঙ্গল প্রো টি-২০ লিগ কোথায় দেখতে পাবেন জানেন?

People's Reporter: সিএবির সঙ্গে চুক্তি হয়েছে ভায়াকমের। তবে শুধু পুরুষদের ম্যাচগুলোই সম্প্রচার হবে। পুরুষদের ম্যাচ হবে ইডেনে আর মহিলাদের ম্যাচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ১১ জুন টুর্নামেন্ট শুরু।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ছবি - সংগৃহীত

আসন্ন বেঙ্গল প্রো টি-২০ লিগ সম্প্রচারের দায়িত্ব পেলো স্পোর্টস ১৮। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটে ভাষায় কমেন্ট্রি হবে। এছাড়া ডিজিটালে জিও সিনেমাতেও দেখা যাবে ম্যাচ।

সিএবির সঙ্গে চুক্তি হয়েছে ভায়াকমের। তবে শুধু পুরুষদের ম্যাচগুলোই সম্প্রচার হবে। পুরুষদের ম্যাচ হবে ইডেনে আর মহিলাদের ম্যাচগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, 'নতুন প্রতিযোগিতার জন্য সম্প্রচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পোর্টস ১৮ এবং জিও সিনেমা প্রথম বছরের প্রতিযোগিতা সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। সেরা মানের সম্প্রচারের আশ্বাস দেওয়া হয়েছে। বাংলার প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এটা একটা বড় সুযোগ।'

এদিকে শোনা যাচ্ছে অডিও সম্প্রচার হবে আকাশবাণীতে। পুরুষ আর মহিলা উভয় ম্যাচেরই অডিও সম্প্রচার হবে। তবে এখনও কিন্তু কিছু নিশ্চিত নয়।

এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। প্রথমদিন কেবল ছেলেদের ম্যাচ হবে। এরপর ১২ জুন থেকে মেয়েদের ম্যাচ শুরু হবে। তা হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে। প্রত্যেক দিন দুটো দলের একটা করে ম্যাচ থাকবে। যা চলবে ২৮ জুন পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ ফাইনালের একদিন আগে এই টুর্নামেন্ট শেষ হবে। মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি দল থাকবে এই টুর্নামেন্টে।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
EPL: টানা ৪ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন! ওয়েস্ট হ্যামকে হারিয়ে রেকর্ড ম্যান সিটির
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IPL 2024: 'ট্রাভিষেক' ঝড় প্রতিরোধে মরিয়া কলকাতা, প্লে-অফের লড়াইয়ে বৃষ্টি হলে লাভ কোন দলের?
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in