ICC World Cup 23: বিশ্বকাপের জন্য সিএবির কমিটিতে সৌরভ গাঙ্গুলি

কমিটিতে নাম রয়েছে সৌরভ গাঙ্গুলি ও অভিষেক ডালমিয়ার। তাঁদের অভিজ্ঞতার জন্য কমিটিতে রাখা হয়েছে। সৌরভ সিএবির পর বিসিসিআই সভাপতি ছিলেন।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি

বিশ্বকাপের জন্য ১২ জনের কমিটি করেছে সিএবি (Cricket Association Of Bengal)। সেই কমিটিতে নাম রয়েছে সৌরভ গাঙ্গুলি ও অভিষেক ডালমিয়ার। তাঁদের অভিজ্ঞতার জন্য কমিটিতে রাখা হয়েছে। সৌরভ সিএবির সভাপতি ছিলেন, তারপর বিসিসিআই সভাপতি হন। অন্যদিকে ডালমিয়াও সিএবির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে বোর্ডের আইপিএল কমিটিতে আছেন।

এছাড়া সিএবির অ্যাপেক্স কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তীকে সিএবির জীবনকৃতি সম্মান দেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেরা ক্রিকেটারের শিরোপা দেওয়া হবে সুদীপ ঘরামিকে। জেন্টলম্যান ক্রিকেটারের সম্মান পাবেন অনুষ্টুপ মজুমদার।

৯ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটরিয়ামে। সেরা বোলারের পুরস্কার পাবেন আকাশ দ্বীপ। বৈঠকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও আলোচনা সারেন অ্যাপেক্স কমিটির সদস্যরা।

এছাড়া ৮ সেপ্টেম্বর আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি কলকাতায় এসে পৌঁছবে। সেদিন সাউথ সিটি থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ট্রফি নিয়ে একটি ব়্যালি হবে। ওই দিন ট্রফি থাকবে ইডেন গার্ডেন্সে। লিয়েন্ডার পেজকে ইডেনে আসার আমন্ত্রণ জানানো হবে। সেই সাথে নিমন্ত্রণ করা হবে বিভিন্ন খেলায় বাংলার কৃতীদের।

সৌরভ গাঙ্গুলি
WFI: ভারতের রেসলিং ফেডারেশনকে ফের বরখাস্ত করলো বিশ্ব কুস্তি সংস্থা
সৌরভ গাঙ্গুলি
Exclusive: বিদেশি কোচের জন্যই ছাঁটাই মেহেরাজ! পিপলস রিপোর্টারকে কী জানালেন মহামেডান সচিব?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in