T20 WC 21: টানা ছ'মাস খেললে ক্লান্তি আসবেই - ব্যর্থতার দায় কার্যত IPL-এর ঘাড়েই চাপালেন বুমরাহ

প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিরাটদের। কি কারণে এই ব্যর্থতা তা নিয়ে প্রশ্ন উঠছে।
T20 WC 21: টানা ছ'মাস খেললে ক্লান্তি আসবেই - ব্যর্থতার দায় কার্যত IPL-এর ঘাড়েই চাপালেন বুমরাহ
ফাইল ছবি

প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলিদের। পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রান স্কোর বোর্ডে অঙ্কিত করলেও কিউইদের বিরুদ্ধে ভারত মাত্র ১১০ রানই সংগ্রহ করতে সক্ষম হয়। কি কারণে এই ব্যাটিং ব্যর্থতা তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। এই নিয়ে এবার মুখ খুললেন জসপ্রীত বুমরাহ। কার্যত আইপিএলকেই দুষলেন ভারতের তারকা পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সাংবাদিক সম্মেলনে বুমরাহ জানান তাঁরা ক্লান্ত। আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপ নিতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বুমরাহ বলেন, "অবশ্যই আপনার বিরতির প্রয়োজন হয়। টানা ছয় মাস খেলাটা সহজ নয়। আপনি আপনার পরিবারকে মিস করেন। যা মনের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু মাঠে নেমে সেটা নিয়ে ভাবলে চলে না। আপনি অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। কে কখন কার সাথে খেলবে তাঁর সূচী তৈরি করা হয়। জৈব সুরক্ষা বলয়ে থাকলে এবং পরিবারকে ছেড়ে দূরে থাকলে মানসিক ক্লান্তি আসেই।"

ক্লান্তির মধ্যে দিয়ে গেলেও বিসিসিআই অবশ্য খেলোয়াড়দের সাহায্য করছে বলে জানিয়েছেন বুমরাহ। ম্যাচ হারের কারণ হিসেবে তিনি বলেন,"দ্বিতীয় উইকেটে ব্যাট করা অনেক সহজ। আজ আমাদের লেন্থ বল গুলো ঠিক কাজে আসেনি। কিন্তু ওরা বল করার সময় ওই বল গুলোই ঠিক মতো ব্যাটে আসছিলো না। আমরা একটু তাড়াতাড়িই আক্রমণাত্মক হয়ে পড়েছিলাম। দ্রুত রান সংগ্রহের চেষ্টায় বড় বাউন্ডারি মারতে গিয়েই সমস্যায় পড়তে হয়। দ্বিতীয় উইকেটে ব্যাট করা যেহেতু সহজ তাই বোলারদের সাহায্যের জন্যই ১০-২০ রান বেশি করতে চেয়েছিলো ব্যাটাররা। কিন্তু বড় শট খেলতে গিয়ে পর পর উইকেট হারাতে হয়।"

ভারতের সামনে সেমিফাইনালের রাস্তা অত্যন্ত বন্ধুর। ভারত-নিউজিল্যান্ডের ম্যাচকে কার্যত গ্রুপের কোয়ার্টার ফাইনাল ধরা হয়েছিলো। তবে হারলেও ভেঙে পড়ছেন না বুমরাহরা। তাঁর কথায়, খেলায় হার-জিত রয়েছে। জিতলে আমরা যেমন খুব আনন্দে মাতি না, তেমনই হারের পর ভেঙে পড়া উচিত নয়। আমাদের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া।

T20 WC 21: টানা ছ'মাস খেললে ক্লান্তি আসবেই - ব্যর্থতার দায় কার্যত IPL-এর ঘাড়েই চাপালেন বুমরাহ
T20 WC 2021: অনায়াসেই জয় হাসিল নিউজিল্যান্ডের, সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো বিরাটরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in