T20 WC 2021: অনায়াসেই জয় হাসিল নিউজিল্যান্ডের, সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো বিরাটরা

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছেও হেরে কোণঠাসা হয়ে পড়লো টিম ইন্ডিয়া। বল হাতে বোল্ট, সোধির দাপটে মাত্র ১১০ রানই সংগ্রহ করেন বিরাটরা। জবাবে ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
T20 WC 2021: অনায়াসেই জয় হাসিল নিউজিল্যান্ডের, সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো বিরাটরা
ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছেও হেরে কোণঠাসা হয়ে পড়লো টিম ইন্ডিয়া। বল হাতে বোল্ট, সোধির দাপটে মাত্র ১১০ রানই সংগ্রহ করেন বিরাটরা। জবাবে ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের অনবদ্য ইনিংসের সৌজন্যে ৩৩ বল হাতে রেখেই ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিরাট কোহলিরা।

দ্বিতীয় দফায় ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কোনো জটিলতার মধ্যে পড়তেই হয়নি ব্ল্যাক ক্যাপসদের। মার্টিন গাপ্তিল ২০ রান করে ফিরে গেলেও ড্যারিল মিচেল এবং উইলিয়ামসন জুটি কিউইদের জয়ের দোরগোড়ায় নিয়ে যান। মিচেল ৪ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৭ বলে ৪৯ রানের সুন্দর ইনিংস খেলেন। মিচেল ফিরে যাওয়ার পর উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩১ বলে ৩৩* রানের ইনিংস খেলেন। কনওয়ে অপরাজিত রয়েছেন ২* রানে।

দুবাইয়ে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট ভরাডুবির মধ্যে পড়ে টিম ইন্ডিয়া। বাইশ গজে আগুন ঝরালেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি। সেইসঙ্গে ইশ সোধির ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়ে পড়েন টপ অর্ডারের ব্যাটাররা। দুবাইয়ের দর্শকরা এদিন কার্যত ভারতীয় ব্যাটারদের আসা যাওয়াই দেখলো।

শুরুতেই মাত্র ৪ রান করে ওপেন করতে নামা ইশান কিশান বোল্টের শিকার হয়ে ফিরে যান। তিন নম্বরে এদিন বিরাটের জায়গায় ব্যাট করতে আসেন রোহিত। তবে রোহিতের ব্যাটও চলেনি। মাত্র ১৪ রান করেই ইশ সোধির কাছে পরাস্ত হন। রোহিতের পরপরই ফিরে যান লোকেশ রাহুল। রাহুলকে(১৮) ফেরান সাউদি। ভারত অধিনায়ক বিরাট কোহলি ১৭ বল খেলে মাত্র ৯ রান করে সোধির শিকার হন। ভারতের টপ অর্ডার তাসের ঘরের মতো গুঁড়িয়ে যাওয়ার পর মিডিল অর্ডারের ব্যাটাররাও হতাশ করেন। ঋষভ পন্থ ১৯ বলে ১২ রান করে মিলনের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। হার্দিক ২৪ বল খেলে সংগ্রহ করেন ২৩ রান। ধরাশায়ী ভারতের হয়ে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। ১৯ বলে ২৬* রানে অপরাজিত থেকে ভারতকে তিন অঙ্কের স্কোরে নিয়ে যান তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানই সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বোলাররা দুবাইয়ে দাপট দেখিয়েই ভারতকে কোণঠাসা করেন। এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ইশ সোধি তাঁর ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন এবং তুলে নিয়েছেন দুটি মহামূল্যবান উইকেট। এছাড়াও একটি করে উইকেট তুলে নিয়েছেন টিম সাউদি এবং অ্যাডাম মিলনে। সাউদি তাঁর ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৬ এবং মিলনে দিয়েছেন ৩০ রান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in