IND vs AUS: শুবমান নাকি রাহুল? ইন্দোরে জায়গা হবে কার? তৃতীয় টেস্টের আগে মুখ খুললেন রোহিত

রোহিত মঙ্গলবার বলেন, দলের ১৭ জন ক্রিকেটারেরই সমান সুযোগ রয়েছে প্রথম একাদশে খেলার। যে ক্রিকেটারের প্রতিভা রয়েছে দল সব সময় তার পাশে থাকবে।
শুবমান গিল ও রাহুলকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
শুবমান গিল ও রাহুলকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মাগ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ইন্দোর টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দরজা খুলে যাবে রোহিতদের সামনে। পাশাপাশি ঘরের মাঠে রেকর্ড ১৬ তম টেস্ট সিরিজ জয়ের নজির গড়বে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া একেবারেই কোণঠাসা। চোটে জর্জরিত অজি দলের সামনে লড়াইটা অনেকটাই কঠিন।

এসবের মাঝে ইন্দোর টেস্ট শুরুর আগে ভারতীয় সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল, সহ অধিনায়কত্ব হারানো লোকেশ রাহুল কি খেলবেন এই টেস্ট ? নাকি সুযোগ পাবেন শুবমান গিল? বুধবারের ম্যাচের আগে এবিষয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত মঙ্গলবার বলেন, "দলের ১৭ জন ক্রিকেটারেরই সমান সুযোগ রয়েছে প্রথম একাদশে খেলার। যে ক্রিকেটারের প্রতিভা রয়েছে দল সব সময় তার পাশে থাকবে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে বাদ যাওয়ার সঙ্গে দলে সুযোগ না পাওয়ার কোনও যোগ নেই। দলে কোনও অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় রাহুলকে হয়তো সেই সময় এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কোনও বড় বিষয় নয়।"

রাহুল প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা স্পষ্ট করলেন না রোহিত। জানালেন, সহ অধিনায়কত্ব হারানোর সাথে দল থেকে বাদ পড়ার কোনো যোগ নেই। তাই আগামীকাল টস না হওয়া পর্যন্ত জানা যাচ্ছে না, রাহুল খেলবেন, নাকি শুবমন।

শেষ ১০ ইনিংসে কোনও অর্ধশতরান আসেনি রাহুলের ব্যাট থেকে। চলতি সিরিজের প্রথম দুই টেস্টের তিন ইনিংস মিলিয়ে রাহুলের রান মোট ৩৬। অন্যদিকে সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন শুবমান। পাঞ্জাবের তরুণ তারকা সব ফর্ম্যাটেই নজর কেড়েছেন।

এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন তিনি।একদিনের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশত রান করার নজির গড়েছেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরানের রেকর্ড গড়েছেন শুবমন। ইন্দোরে পাঞ্জাব তারকার দিকেই পাল্লা ভারী বলে অনুমান করছেন সমর্থকরা।

শুবমান গিল ও রাহুলকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
ENG vs NZ: ইডেনের স্মৃতি ফিরলো বেসিন রিজার্ভে, ফলো অন করেও অবিশ্বাস্য জয় নিউজিল্যান্ডের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in