ENG vs NZ: ইডেনের স্মৃতি ফিরলো বেসিন রিজার্ভে, ফলো অন করেও অবিশ্বাস্য জয় নিউজিল্যান্ডের

এই নিয়ে চতুর্থবার ফলো অনে পড়েও টেস্ট জিতলো কোনো দেশ। ১৮৯৪ সালে সিডনিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করেও ১০ রানে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।
নিউজিল্যান্ড দল
নিউজিল্যান্ড দলছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

২০০১ সালের ইডেন গার্ডেনের স্মৃতি ফিরে এলো ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। দু'দশক আগে লক্ষণ-দ্রাবিড়ের মহাকাব্যিক ইনিংসের সৌজন্যে ফলো অন করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ইন্ডিয়া। এবার উইলিয়ামসন-ওয়াগনারদের দাপটে বেসিন রিজার্ভে ফলো অন করেও ইংল্যান্ডের বিরুদ্ধে ১ রানে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড

এই নিয়ে চতুর্থবার ফলো অনে পড়েও টেস্ট জিতলো কোনো দেশ। ১৮৯৪ সালে সিডনিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করেও ১০ রানে টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ১৯৮১ সালে লিডসে ১৮ রানে অস্ট্রেলিয়াকে একইভাবে হারিয়েছিল ব্রিটিশরা। এরপর ২০০১ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করেও ১৭১ রানে জয় পায় ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডও এই কীর্তি গড়লো।

একেবারে তীরে এসেই তরি ডুবলো ইংল্যান্ডের। এর আগে মাত্র ১ রানে ম্যাচ জয়ের নজির ছিল কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারায় ১ রানে।

দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৪৩৫ রান করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে ব্রিটিশদের হয়ে হ্যারি ব্রুক ১৮৬ ও জো রুট ১৫৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অল-আউট হয় ২০৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২২৬ রানের বড় লিড পায় ইংল্যান্ড।

প্রথা ভেঙে কিউইদের ফলো অন করতে পাঠায় ম্যাককুলামের ছাত্ররা। আর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত প্রদর্শন করে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। টম ব্লান্ডেল ৯০, টম লাথাম ৮৩, ডেভন কনওয়ে ৬১ ও ডারিল মিচেল ৫৪ রান করেন। সবমিলিয়ে ৪৮৩ রান তুলে ফেলে নিউজিল্যান্ড।

শেষ ইনিংসে নেল ওয়াগনার, টিম সাউদির দাপটে ইংল্যান্ডকে আটকে দিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছেন উইলিয়ামসনরা। একা লড়াই চালিয়েছিলেন জো রুট। রুট করেন ৯৫ রান। ওয়াগনার দ্বিতীয় ইনিংসে নেন ৪ টি উইকেট, ৩ টি উইকেট নেন সাউদি

নিউজিল্যান্ড দল
ফিফার বর্ষসেরা প্লেয়ার মেসি, পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন পোল্যান্ডের প্রতিবন্ধী ফুটবলার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in