Suresh Raina: ‘শুভমন গিল হচ্ছে ভবিষ্যতের বিরাট’ - বিশ্বকাপের আগে দাবি রায়নার

People's Reporter: রায়না বলেন, সে (শুভমন) বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন হতে চলেছে। আমি জানি যে সে একজন সুপারস্টার হতে চায় এবং পরবর্তী বিরাট কোহলি হতে চায়।
শুবমন গিল
শুবমন গিলছবি - বিসিসিআই-র ট্যুইটার

বিরাটের উত্তরসূরি হলেন শুবমন গিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে এমনই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন তারকা সুরেশ রায়না

একসময় মনে করা হতো ভারতীয় ক্রিকেটে শচীনের বিকল্প কাউকে পাওয়া যাবে না। কিন্তু বিরাট নিজের দক্ষতায় সেই অভাব পূরণ করেছেন। কিন্তু বিরাটের জায়গা নেওয়ার মতো ভারতীয় ক্রিকেট দলে আদৌ কেউ আছে কিনা তা নিয়ে বিতর্ক এখনও চলছে। এরই মধ্যে শুবমনকে নিয়ে বিরাট মন্তব্য করলেন সুরেশ রায়না।

তিনি বলেন, "সে (শুভমন) বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন হতে চলেছে। আমি জানি যে সে একজন সুপারস্টার হতে চায় এবং পরবর্তী বিরাট কোহলি হতে চায়। সেই ছায়া ইতিমধ্যেই তার মধ্যে দেখা গেছে। বিশ্বকাপের পরে আমরা তাকে নিয়ে আরও বেশি আলোচনা করবো"।

রায়না আরও বলেন, "সে যে গতিতে ব্যাট করছে তা সত্যিই খুব শক্তিশালী। ফাস্ট বোলাররা সদি স্যুইং না করে তাহলে শুভমন অসাধারণ স্ট্রেট এবং ফ্লিক শট মারতে পারে। এমনকি স্পিনাররাও কোথায় বল করবে বুঝে উঠতে পারে না। সকলেরই মনে থাকবে ২০১৯ সালে রোহিত শর্মা কী করেছিল? ভারতের জন্য সেই একই জিনিস গিলও করতে পারে এই বিশ্বকাপে। কারণ পুরো ৫০ ওভার পাবে। আমি মনে করি সে জন্মগত নেতা আর সেটা নিজের ব্যাটিং-র মাধ্যমে প্রমাণ দিচ্ছে"।

শুবমন গিল
পরিকাঠামোর অভাব থাকা সত্বেও লা লিগার অ্যাকাডেমির জন্য বাছা হলো রাজ্যের এই স্টেডিয়ামকে
শুবমন গিল
ICC ODI Rankings: আইসিসি র‍্যাঙ্কিংয়ে 'মিঞা ম্যাজিক' - অজি তারকাকে টপকে ফের শীর্ষ স্থানে সিরাজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in