Shoaib Akhtar: জাতীয় টিভিতে 'অপমানিত' হয়ে টক শো থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার

প্যানেল যখন পেস বোলার শাহীন আফ্রিদি এবং হারিস রউফের পারফরম্যান্স নিয়ে আলোচনা করছিল, সেইসময় সঞ্চালক নিয়াজ শোয়েব আখতারকে বাধা দেন। এই ঘটনায় দৃশ্যত বিচলিত আখতার তাঁর অসন্তোষ প্রকাশ করেন।
শোয়েব আখতার
শোয়েব আখতারফাইল ছবি শোয়েব আখতারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার সঞ্চালক নওমান নিয়াজের সাথে মতবিরোধের কারণে পিটিভিতে এক লাইভ শো থেকে বেরিয়ে এসে বিতর্কের মুখে পড়েছেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, একজন "জাতীয় তারকা" হিসেবে তিনি সম্মানের যোগ্য।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতারের সঙ্গে ওই আলোচনায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস এবং ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স নিয়ে টক শো চলছিলো।

প্যানেল যখন পেস বোলার শাহীন আফ্রিদি এবং হারিস রউফের পারফরম্যান্স নিয়ে আলোচনা করছিল, সেইসময় সঞ্চালক নিয়াজ শোয়েব আখতারকে বাধা দেন। এই ঘটনায় দৃশ্যত বিচলিত আখতার তাঁর অসন্তোষ প্রকাশ করেন এবং সঞ্চালক তাঁকে প্রস্তাব দেন যে তিনি চাইলে মাঝপথে শো ছেড়ে চলে যেতে পারেন।

সঞ্চালক নিয়াজ শোয়েব আখতারকে বলেন, "আপনি একটু অভদ্র আচরণ করছেন এবং আমি এটি বলতে চাইছি না। তবে আপনি যদি বেশি স্মার্ট হন তাহলে আপনি এই অনুষ্ঠান ছেড়ে যেতে পারেন। আমি অনুষ্ঠানে একথা জানিয়ে দিচ্ছি।"

পরে, এই অনুষ্ঠান প্রসঙ্গে আখতার একটি টুইট করে এবং ভিডিও পোস্ট করে জানিয়েছেন, "একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তাই আমি ভেবেছি বিষয়টা আমার স্পষ্ট করে দেওয়া উচিত। ডাঃ নোমান ওইদিন যখন আমাকে শো ছেড়ে চলে যেতে বলেন তখন আপত্তিকর এবং অভদ্র আচরণ করেছিলেন। যখন তিনি আমাকে শো ছেড়ে চলে যেতে বলেছিলেন, তখন আমার পক্ষে এটি বিব্রতকর ছিল। বিশেষ করে যখন আমার সঙ্গে আমার সমসাময়িক স্যার ভিভিয়ান রিচার্ডস এবং ডেভিড গাওয়ারের মতো কিংবদন্তিরা সেটে বসে আছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দুই মিনিটের এই ভিডিওতে আখতার জানান, "পিটিভিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেখানে নওমান নিয়াজ আপত্তিকর ব্যবহার করেন এবং কোনো কারণ ছাড়াই আমাকে সেট থেকে চলে যেতে বলেন... আমি জানি না কেন তিনি এমন বলেছেন। তিনি জাতীয় টিভিতে একজন জাতীয় তারকাকে অপমান করেছেন এবং আমাকে বলতে বাধা দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে সমস্ত সুপারস্টার (প্রাক্তন ক্রিকেটার) শোতে ছিলেন, সেখানে কী ছবি ফুটে উঠলো?

"আমি নওমানকে কোনওভাবে বিষয়টির সমাধান করতে বলেছিলাম… কারণ কথোপকথন ভাইরাল হয়ে যাবে। সুতরাং, বিদেশীদের কাছে যাতে কোনো নেতিবাচক বার্তা যাতে না যায় তা নিশ্চিত করার জন্য, আমি বিষয়টিকে রসিকতা হিসাবে বন্ধ করার চেষ্টা করেছি। আমি তাঁকে টিভিতে সরি বলতে বলেছিলাম, কিন্তু তিনি তা বলেননি। তিনি দুঃখপ্রকাশ না করায়, আমি মনে করেছিলাম ওখান থেকে আমার চলে যাওয়া উচিৎ।

শোয়েব আখতার আরও বলেন, "তিনি আমাকে জাতীয় টিভিতে অপমান করেছেন। একজন জাতীয় তারকা হওয়ার কারণে আমার খুব খারাপ লেগেছিল... অনেক বিদেশী ওই অনুষ্ঠানে ছিল। তারা কি ভাববে...কি ছাপ নিয়ে যাবে...এখানে জাতীয় তারকাদের কিভাবে অপমান করা হয়। তাই আমি অনুষ্ঠান ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিই এবং উঠে চলে যাই। এটা খুবই দুঃখজনক ঘটনা।"

- with agency inputs

শোয়েব আখতার
Sunil Chetri: পেলের রেকর্ড ভেঙেও কোনো তুলনা চাইছেন না সুনীল ছেত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in