Sakib Al Hasan: আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া কীর্তি অর্জন করলেন সাকিব আল হাসান

আইরিশদের বিপক্ষে এদিন ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন সাকিব। আর এদিনই বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
সাকিব আল হাসান
সাকিব আল হাসানছবি সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বড় দুই কীর্তি অর্জন করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে এদিন ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন সাকিব। আর এদিনই বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেইসঙ্গে বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে সাত হাজার রান এবং তিনশো উইকেটের মালিক হলেন সাকিব।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র তামিম ইকবালই একদিনের ক্রিকেটে সাকিবের থেকে বেশি রান করেছেন। ৩৬.৬৯ গড়ে ৮১৪৬ রান করেছেন তামিম। তামিমের পরেই রয়েছেন সাকিব। সাত হাজার রান করতে শাকিবের দরকার ছিল আর ২০ রান। ২০তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বল মিড অফে ঠেলে এক রান নিয়ে সাত হাজার রান পূর্ণ করেন তিনি। এদিন দশম সেঞ্চুরির দোরগোড়ায় এসেও ৯৩ রানেই ফিরতে হয়েছে সাকিবকে। ৯ টি বাউন্ডারির মাধ্যমে সাকিব সাজিয়েছেন তাঁর ইনিংস।

সাত হাজার রান পূর্ন করার পাশাপাশি এদিন আরও এক নজির গড়েছেন সাকিব। মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ব্যাট হাতে সাত হাজার রান এবং বল হাতে ৩০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য এবং শাহিদ আফ্রিদির। অনন্য এই ডাবল-এর তালিকায় সাকিবই দ্রুততম। ব্যাটিং কিংবা বোলিং গড়েও বাকি দুজনের চেয়ে এগিয়ে এই অলরাউন্ডার।

সাকিব আল হাসান ২১৮ তম ম্যাচে ৭০০০-এর অধিক রান এবং ৩০০ উইকেটের মালিক হয়েছেন। জয়সূর্যা ৪৪৫ টি একদিনের ম্যাচে রান করেছেন ১৩৪৩০ এবং উইকেট নিয়েছেন ৩২৩ টি। শাহিদ আফ্রিদি ৩৯৮ টি একদিনের ম্যাচে ৮০৬৪ রানের পাশাপাশি ৩৯৫ টি উইকেট নিয়েছেন।

ম্যাচের কথায় এলে, সাকিব আল হাসানের ৯৩ রান ও তৌহিদ হৃদয়ের ৯২ রানের পর মুশফিকুর রহিমের ২৬ বলে ৪৪ রানে ভর করে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ৪ টি উইকেট নিয়েছেন হুমে। একটি করে উইকেট পেয়েছেন মার্ক অ্যাডিয়ের, অ্যান্ডি ম্যাকব্রাইন এবং কার্টিস ক্যাম্ফার।

সাকিব আল হাসান
IND vs IRE: এই নিয়ে পরপর দু'বছর, ফের আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in