
ফের আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা দুই বছর। গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে গিয়েছিল ভারতীয় দল। চলতি বছরের আগস্টে আবারও আইরিশদের বিরুদ্ধে খেলতে যাবে ভারতীয় দল। ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম এবিষয়ে নিশ্চিত করেছেন।
২০২২-এ ভারত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যায়। ২-০ ব্যবধানে এই সিরিজ জেতে ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৭ উইকেটে এবং রুদ্ধশ্বাস দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৪ রানে নিজেদের নামে করেছিলেন হার্দিক পান্ডিয়ারা। এই সিরিজেই দীপক হুডা টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের কথাও ঘোষণা করেছে আইরিশ বোর্ড। আগামী মে মাসে আইসিসি ওডিআই বিশ্বকাপ সুপার লীগের ম্যাচের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে আইরিশরা। ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ আয়ারল্যান্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে জয় পেলে সরাসরিই বিশ্বকাপে জায়গা করে নেবে। আর তা না হলে জুন-জুলাইয়ে জিম্বাবোয়েতে কোয়ালিফায়ার্স খেলতে হবে আইরিশদের।
ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, "২০২৩-এর গ্রীষ্মে আমরা পুরুষ বিভাগে একাধিক সিরিজ খেলতে চলেছি। তবে সমর্থকদের জন্য এই সময়টা সাধারণের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। আমরা আজ এটা নিশ্চিত করতে পারি যে ভারত পরপর দুই বছর আয়ারল্যান্ড সফরে আসছে। পাশাপাশি এটাও নিশ্চিত করতে পারি যে মে মাসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ সুপার লিগ সিরিজে আমরা খেলব। এর আগেই জুন মাসে লর্ডসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলব। সেপ্টেম্বর মাসে আমরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলব ইংল্যান্ডের বিরুদ্ধে।"