FIFA World Cup 22: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সের্জিও বুসকেটস

স্পেনের জার্সিতে মোট ১৪৩ টি ম্যাচ খেলেছেন বুসকেটস। দুটি গোল করেছেন তিনি। দেশের জার্সিতে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো কাপ জিতেছেন তারকা মিডফিল্ডার।
সের্জিও বুসকেটস
সের্জিও বুসকেটসছবি - ফিফা ওয়েবসাইট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বহু যুদ্ধের লড়াকু সৈন্যিক সের্জিও বুসকেটস। কাতার বিশ্বকাপে বুসকেটসের কাঁধেই এনরিকে তুলে দিয়েছিলেন অধিনায়কত্বের দায় ভার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় 'লা রোহা' দের। এরপর পদত্যাগ করেন লুইস এনরিকে। এবার বার্সা অধিনায়ক বুসকেটস আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা লিখেছেন বুসকেটস। ৩৪ বর্ষীয় বার্সা অধিনায়ক লেখেন, "সবাইকে অভিবাদন!  আমি ঘোষণা করতে চাই যে প্রায় ১৫ বছর ধরে ১৪৩ টি ম্যাচ খেলার পরে, সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর। আমি এই দীর্ঘ যাত্রাপথে আমার সাথে থাকা সমস্ত মানুষদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে যিনি শুরু করিয়েছিলেন, সেই ভিসেন্তে দেল বস্ক থেকে শুরু করে লুইস এনরিকে, এছাড়াও জুলেন লোপেতেগুই, ফার্নান্দো হিয়েরো বা রবার্ট মোরেনো এবং তাদের সমস্ত কর্মীদের ধন্যবাদ।"

বুসকেটস এদিন লেখেন, স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি 'সম্মানিত'। দীর্ঘ ফুটবল কেরিয়ারে সাথে থাকা সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তেকেও শুভেচ্ছা জানিয়েছেন। সবশেষে বুসকেটস বলেন," এখন আমি বড় একজন সমর্থক হব, আমাদের জাতীয় দলকে নিঃশর্তভাবে উপভোগ করব এবং সমর্থন করব। অনেক ধন্যবাদ।"

স্পেনের জার্সিতে মোট ১৪৩ টি ম্যাচ খেলেছেন বুসকেটস। দুটি গোল করেছেন তিনি। দেশের জার্সিতে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো কাপ জিতেছেন তারকা মিডফিল্ডার।

সের্জিও বুসকেটস
FIFA World Cup 22: ফাইনালে দেশঁর মাস্টারস্ট্রোক! চোট সারিয়ে ফিরছেন করিম বেনজেমা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in