FIFA World Cup 22: ফাইনালে দেশঁর মাস্টারস্ট্রোক! চোট সারিয়ে ফিরছেন করিম বেনজেমা?

বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তেই উরুর চোটে ছিটকে গিয়েছিলেন ফরাসী মহাতারকা করিম বেনজেমা। তবে তাঁর পরিবর্তে দলে অন্য সদস্যকে নেননি দেশঁ। ফ্রান্স বিশ্বকাপ জিতলে পদক উঠবে বেনজেমার গলাতেও।
করিম বেনজেমা
করিম বেনজেমাফাইল ছবি - ফ্রেঞ্চ টিমের ট্যুইটার হ্যান্ডেল

বিশ্বকাপের ফাইনালেই কি দেশঁর মাস্টারস্ট্রোক! ফরাসী শিবিরে ফিরতে চলেছেন ব্যালন ডি'অর জয়ী রিয়াল মাদ্রিদ মহাতারকা করিম বেনজেমা? স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে নিজের মতো করে অনুশীলন শুরু করেছেন বেনজেমা। তবে কি আর্জেন্টিনার বিপক্ষে দেখা যেতে পারে তাঁকে! বেনজেমার ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে রীতিমতো জল্পনা।

বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তেই উরুর চোটে ছিটকে গিয়েছিলেন ফরাসী মহাতারকা করিম বেনজেমা। তবে তাঁর পরিবর্তে দলে অন্য সদস্যকে নেননি দেশঁ। ফ্রান্স বিশ্বকাপ জিতলে পদক উঠবে বেনজেমার গলাতেও। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বেনজেমা। দেঁশর ডাক পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

আর্জেন্টিনার বিপক্ষে যদি বেনজেমা দলে ডাক পান তবে এমবাপ্পেরা যে আরও শক্তিশালী হয়ে উঠবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। সেমিফাইনালের পর দেশঁকে এবিষয়ে প্রশ্ন করা হয়। তবে ফরাসী কোচ এ নিয়ে মুখ খুলতে চাননি। দুঃখিত বলে চলে গেছেন পরের প্রশ্নে। তবে কি দেশঁ মাস্টারস্ট্রোক নিতে চলেছেন! প্রশ্ন থেকেই যাচ্ছে।

চোট পাওয়ার পর চিকিৎসার জন্য বেনজেমা ফিরে গিয়েছিলেন মাদ্রিদে। তখন তিনি জানিয়েছিলেন, "আমি সারা জীবনে কখনই হাল ছেড়ে দিইনি। তবে আজ দলের কথা ভেবে আমাকে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা আমি সবসময় করে থাকি।"

গত রাতে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সামনে প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টি। ইতালি এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে রাজি দেশঁ বাহিনী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in