'স্বার্থপর' - তিলককে হাফসেঞ্চুরি করতে না দেওয়ায় হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

একজন লেখেন, 'হাফসেঞ্চুরির জন্য তিলকের প্রয়োজন ছিল মাত্র ১ রান। কিন্তু হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করে দিলেন। এটা কি উচিত হয়েছে?'
হার্দিক এবং তিলক
হার্দিক এবং তিলকছবি - ফেসবুক

তৃতীয় টি-২০ ম্যাচে জিতলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। বিতর্কের কেন্দ্রবিন্দুতে হার্দিক পাণ্ডিয়া। ৪৯ রানে ব্যাট করতে থাকা তিলক ভার্মাকে হাফসেঞ্চুরি করতে না দেওয়ার কারণে হার্দিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।

সিরিজ টিকিয়ে রাখার জন্য মঙ্গলবারের ম্যাচ জিততেই হতো ভারতকে। সেই লক্ষ্যেই ঝাঁপায় হার্দিকরা। সবকিছু ঠিক চললেও তিলকের হাফ সেঞ্চুরি না হওয়াতে হার্দিককে আক্রমণ করছেন তাঁর অনুরাগীরা। হার্দিককে 'স্বার্থপর' বলে কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'হাফসেঞ্চুরির জন্য তিলকের প্রয়োজন ছিল মাত্র ১ রান। কিন্তু হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করে দিলেন। এটা কি উচিত হয়েছে?'

আবার কেউ লেখেন, স্বার্থপরের মতো কাজ করেছেন হার্দিক। ১৩ বলে ২ রান বাকি। সেখানে ডিফেন্স করা যেত। কিন্তু তিনি তা করলেন না। একজন দায়িত্বশীল অধিনায়কের স্পিরিট এইরকম হতে পারে না। যদিও এবিষয়ে তিলক ভার্মার কোনো প্রতিক্রিয়া মেলেনি।

হার্দিকের এই কাজে মুখ খুলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়াও। তিনি বলেন, তিলক ভার্মা দারুন শুরু করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি পরপর তিনটি আন্তর্জাতিক টি-২০তে ৩০ রানের বেশী করেছেন। যার মধ্যে একটি হাফসেঞ্চুরিও রয়েছে। শেষ ম্যাচেও করতে পারতেন। কিন্তু সেটা না হওয়তেই খারাপ লাগছে।"

তিনি আরও বলেন, "প্রথমে হার্দিক তিলকে বলেন শেষ পর্যন্ত খেলতে হবে নট আউট থাকতে হবে। নট আউট থাকাটা জরুরি। কিন্তু তারপর হার্দিক ছয় মারেন। এখানে রান রেট কম বেশী হলে কোনও ক্ষতি হতো না। আমার মনে হয় তাঁরা এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে ব্যক্তিগত নয় দেশের জন্য খেলছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি তিলকে হাফসেঞ্চুরি করতে দেওয়া হয়নি।"

উল্লেখ্য, গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ বলে ১৬৪ রান করে সিরিজ ২-১ করে ভারত।

হার্দিক এবং তিলক
IND VS WI: হার্দিকের পর অশ্বিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিকাঠামো নিয়ে হতাশ তারকা স্পিনার
হার্দিক এবং তিলক
ভালো আছেন সুব্রত-কন্যা সোনম, ডেঙ্গু আক্রান্ত স্ত্রীর পাশে সুনীল ছেত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in