

হার্দিক পাণ্ডিয়ার পর এবার রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের তারকা স্পিনার। তাঁর মতে প্রশিক্ষণ বা অনুশীলনের জন্য ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলিতে যথাযথ ব্যবস্থা নেই।
ইউটিউবে এক ভিডিওতে অশ্বিন বলেন, 'আমি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বা তাদের দোষারোপ করছি না। ওদের ক্রিকেটের পরিবেশ দেখে আমি দুঃখিত। বার্বাডোজ টেস্ট সেন্টারে আমরা খেলেছি। সেই মাঠে যখন অনুশীলন করতাম তখন দেখি একটুও ঘাস নেই। নেটগুলির অবস্থাও খুব খারাপ ছিল'।
তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের পিচও খুব স্লো হয়েছে। রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। পিচ রক্ষণাবেক্ষণের জন্য শুধু ঘাস কেটে তার ওপর দিয়ে রোলার চালিয়ে দিচ্ছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমি কথা বলেছি। কারণ টেস্টে একটা দেশ উন্নতি করতে পারলে তার সার্বিক উন্নতি সম্ভব। আর ওই পিচে খেলার পর ভারতের পিচে খেললে তাদের সমস্যায় পড়তে হবে। ভারতের পিচ একটু ফাস্ট। আমার মতে যদি কোনো দেশ ক্রিকেটে নিজেদের উন্নতি করতে চায় তাহলে অনূর্ধ্ব-১০, ১২ এবং অনূর্ধ্ব-১৪ থেকেই উপযুক্ত পরিকাঠামো প্রদান করতে হবে। ভালো মাঠ দিতে হবে'।
প্রসঙ্গত, হার্দিক পাণ্ডিয়া বলেছিলেন, কিছু জিনিস আছে যা আরও ভালো হতে পারতো। ভবিষ্যতে যখন আসবো তখন দেখতে পাবো আশা করি। বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আরও নজর দেওয়া দরকার। আমরা বিলাসিতা চাইছি না। তবে ক্রিকেটারদের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন