

নজির গড়লেন সাত্ত্বিক-চিরাগ জুটি। চিনা তাইপে জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হানকে হারিয়ে ফরাসী ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ জিতে নিলেন ভারতীয় জুটি। এই প্রথম কোনো ভারতীয় ডাবলস জুটি এই টুর্নামেন্ট জেতার নজির গড়লেন। ২০১৯ সালের সংস্করণে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি রানার্স হয়েছিলেন। তবে এবার ব্যাডমিন্টন কেরিয়ারে নিজেদের প্রথম ৭৫০ সুপার সিরিজ জিততে ব্যর্থ হলেন না ভারতের তারকা জুটি।
রবিবার মাত্র ৪৮ মিনিটেই চীনা তাইপের প্রতিপক্ষদের স্ট্রেট সেটে হারিয়ে দেন সাত্ত্বিক-চিরাগ। খেলার ফলাফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৩, ২১-১৯। প্রথম সেটেলু চিং ইয়াও এবং ইয়াং পো হান দাঁড়াতেই পারলো না। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সাত্ত্বিক-চিরাগ দাপট বজায় রেখে জয় অর্জন করে নেয়।
ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ৫০০, কমনওয়েলথ গেমসে সোনা, থমাস কাপ এবং গত অগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ের পর চলতি বছরে আরও একটি বড় খেতাব এলো ভারতের তারকা জুটির হাতে।
কোয়ার্টার ফাইনালে বিশ্বসেরা জুটি তাকুরো হোকি এবং ইউগো কোবায়াশিকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ। ৪৯ মিনিটে বিশ্বের এক নম্বর জাপানী জুটিকে ২১-১৩, ২১-১৯ সেটে হারিয়েছিল তাঁরা।
সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার চোই সোই ইউ এবং কিম ওন হোর বিপক্ষে জিততেও কোনো অসুবিধা হয়নি তাদের। সেমিফাইনালে কোরিয়ান প্রতিপক্ষদের ২১-১৮, ২১-১৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করেছিলেন সাত্ত্বিক-চিরাগ।
এই নিয়ে তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর জিতলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগরা। ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন ৫০০ সুপার সিরিজ, ইন্ডিয়া ওপেন ৫০০ সুপার সিরিজ জিতে ছিল এই ভারতীয় জুটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন