Sadio Mane: লিভারপুল ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিলেন সাদিও মানে

২০১৬ সালে লিভারপুলে যোগ দেন মানে। য়ুর্গেন ক্লপের দলের হয়ে ছ'বছরে খেলেছেন মোট ২৬৯ টি ম্যাচ। গোল করেছেন ১২০ টি। অলরেডসদের হয়ে ২০১৮-১৯ মরশুমে জেতেন উয়েফা চ্যাম্পিয়নস লীগ।
সাদিও মানে
সাদিও মানেছবি - সংগৃহীত
Published on

প্রিমিয়ার লীগের মরশুম শেষের পরেই জল্পনা শুরু হয় সাদিও মানের ক্লাব ছাড়া নিয়ে। লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও আফকন জয়ী সেনেগালের মহাতারকা অলরেডসদের বিদায় জানাবেন বলে একপ্রকার স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি মানে ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর আগামী ক্লাব হতে চলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সেই জল্পনাতেই সিলমোহর পড়লো বুধবার। লিভারপুল এবং বায়ার্নের তরফ থেকে অফিসিয়ালি জানানো হলো তিন বছরের চুক্তিতে বাভেরিয়ানদের দলে যোগ দিয়েছেন সাদিও মানে।

মার্সিসাইড ক্লাব লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগ, প্রিমিয়ার লীগ, এফএ কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা সেনেগালের তারকাকে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে বায়ার্ন। ২০২১-২২ মরশুমে রেকর্ড টানা দশমবারের মতো বুন্দেশলিগা শিরোপা ঘরে তোলা বায়ার্নের জার্সিতে আসন্ন মরশুম থেকে আলিয়াঞ্জ অ্যারেনাতে দাপট দেখাবেন 'তেরঙ্গার সিংহ'-দের নেতাকে।

২০১৬ সালে লিভারপুলে যোগ দেন মানে। য়ুর্গেন ক্লপের দলের হয়ে ছ'বছরে খেলেছেন মোট ২৬৯ টি ম্যাচ। গোল করেছেন ১২০ টি। অলরেডসদের হয়ে ২০১৮-১৯ মরশুমে জেতেন উয়েফা চ্যাম্পিয়নস লীগ। পরের মরশুমেই বহু কাঙ্খিত প্রিমিয়ার লীগও জেতেন তিনি। চলতি মরশুমেও ধারাবাহিক ভাবে প্রদর্শন করে গিয়েছেন। এই মরশুমে অলরেডসদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৩ টি গোল করেছেন মানে।

সাদিও মানে
Virat Kohli: ইংল্যান্ডে পৌঁছেই করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in